Anubrata Mondal: কেষ্টকে দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড়, ইতিমধ্যেই রওনা তিন আধিকারিকের

Anubrata Mondal: দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজির করানোর আবেদন জানাবে ইডি।

Anubrata Mondal: কেষ্টকে দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড়, ইতিমধ্যেই রওনা তিন আধিকারিকের
অনুব্রত মণ্ডল
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2022 | 10:10 AM

কলকাতা: গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরার তোড়জোড় ইডি-র। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজির করানোর আবেদন জানাবে ইডি। আসানসোল জেলে কেষ্টকে জেরা করে ইতিমধ্যেই দিল্লি রওনা হয়েছেন ইডির তিন আধিকারিক। গরু পাচারের টাকা সংক্রান্ত বিষয়ে কেষ্টর বয়ান রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করবে ইডি।

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে বিমানে  দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির কাছ থেকে অনুমতি নিতে হবে আধিকারিকদের। সেই অনুমতি পাওয়ার পর দিল্লিতে নিয়ে যেতে পারবেন তাঁরা। এখনও পর্যন্ত সেই অনুমতি নেওয়া হয়নি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডায়রেক্টরের পক্ষ থেকে।  ইডি আধিকারিকরা ইতিমধ্যেই অনুব্রতকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। এদিকে, কেষ্টর মেয়ে সুকন্যা বারবার তদন্তকারীদের জানিয়েছেন, ‘বাবা সব জানে…’, সে কারণে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চান তাঁরা। বৃহস্পতিবার ব্যাঙ্কের নথি হাতে নিয়ে কেষ্টকে জেরা করতে গিয়েছিলেন তাঁরা। পাচারের টাকা আদতে কোথায় রাখা হয়েছে, তারই হদিশ পেতে চাইছেন তাঁরা। কিন্তু অনুব্রত সুকৌশলে জবাব দিয়েছেন, পাচারের টাকার ব্যাপারে তিনি কিছুই জানেন না। জানেন তাঁর হিসাব রক্ষক।

অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারির নাম এই মামলায় আগেই উঠে এসেছে। মণীশের বাড়িতে তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা। সেখান থেকেও বেশ কিছু তথ্য উঠে এসেছে সেই তথ্যের ভিত্তিতেও কেষ্টকে জেরা করা হয়।  মণীশের কোম্পানির নথি নিয়েও বেশ কিছু গড়মিল রয়েছে বলে তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সেই নথি খতিয়ে দেখতে চান তাঁরা। তাই ইতিমধ্যেই সেই নথি তলব করেছেন আধিকারিকরা।