Anubrata Mondal: পঞ্চায়েত নির্বাচনের আগে কি নিজভূমে ফিরবেন অনুব্রত? এই প্রথম হাইকোর্টে শুনানি

Anubrata Mondal: বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে কেষ্টর হয়ে সওয়াল করার কথা বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বলের। আদৌ কি স্বস্তি পাবেন অনুব্রত?

Anubrata Mondal: পঞ্চায়েত নির্বাচনের আগে কি নিজভূমে ফিরবেন অনুব্রত? এই প্রথম হাইকোর্টে  শুনানি
জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2022 | 9:43 AM

কলকাতা:  পঞ্চায়েত ভোটের আগে নিজের গড়ে ফিরতে পারবেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল? গরু পাচার মামলায় আজ এই প্রথম কলকাতা হাইকোর্টে কেষ্টর জামিন মামলার শুনানি। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে কেষ্টর হয়ে সওয়াল করার কথা বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বলের। আদৌ কি স্বস্তি পাবেন অনুব্রত? গরু পাচার মামলায় ১১ অগস্ট সিবিআই-এর হাতে গ্রেফতার হন অনুব্রত। পাঁচ দিন তিনি সিবিআই হেফাজতে ছিলেন। তার পরে আসানসোলের সিবিআই আদালতে বারবার খারিজ হয়েছে তাঁর জামিনের আবেদন। ১০০ দিনের বেশি পার হয়েছে। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত এখনও আসানসোল জেলে বন্দি। শুধু সিবিআই নয়, এবার কেষ্টকে হাতে পেতে চায় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

গরু পাচার মামলায় ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করেছে ইডি। অনুব্রতকেও দিল্লি নিয়ে যেতে চায় ইডি। কেষ্টকে দিল্লি নিয়ে গিয়ে ইডি জেরা করতে পারবে কি না, তা নিয়ে দিল্লি হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে। সেই মামলার শুনানি সাত দিন পিছিয়ে পয়লা ডিসেম্বর ধার্য হয়েছে। এই আবহেই আজ হাইকোর্টে অনুব্রতর জামিন মামলার শুনানি।

আইনজীবীদের একাংশের বক্তব্য, অনুব্রতের হাতিয়ার নিম্ন আদালতের পর্যবেক্ষণ। সেখানে সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। তাই কেন তাঁকে জামিন দেওয়া হবে না তা নিয়ে হাইকোর্টে জোরদার সওয়াল করতে পারেন অনুব্রতর আইনজীবী। ফলাফল যাই হোক না কেন হাই ভোল্টেজ এই মামলার দিকে নজর রাজনৈতিকমহলের।