Arjun Singh: বড় জয় অর্জুনের, উঠে যাচ্ছে পাটের সর্বোচ্চ মূল্য! ‘চাপের মুখে’ তড়িঘড়ি নতুন সিদ্ধান্ত জুট বোর্ডের

Arjun Singh: শেষ পর্যন্ত অর্জুনের দাবিতেই সায়। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পাটের সর্বোচ্চ মূল্য তুলে নিচ্ছে কেন্দ্র।

Arjun Singh: বড় জয় অর্জুনের, উঠে যাচ্ছে পাটের সর্বোচ্চ মূল্য! ‘চাপের মুখে’ তড়িঘড়ি নতুন সিদ্ধান্ত জুট বোর্ডের
ছবি - লক্ষ্যভেদ অর্জুনের
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2022 | 7:58 PM

নয়া দিল্লি: উঠে যাচ্ছে পাটের সর্বোচ্চ মূল্য। দেশজোড়া চাপান-উতরের মধ্যেই অবশেষে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে জুট বোর্ড। যা নিয়েই শুরু হয়ে গিয়েছে নতুন চর্চা। এদিকে বাংলার পাটশিল্পের দুরাবস্থা নিয়ে গত কয়েক মাস ধরে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তোপ দেগেছিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে। বৈঠকে বসেছেন জুট বোর্ডের সঙ্গে। 

এমনকী বাংলার পাট চাষীদের কথা না ভাবলে তিনি আরও বড় আন্দোলনের রাস্তায় যেতে পারেন বলেন জানিয়েছিলেন। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে যোগ দিতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। বেঁধে দিয়েছিলেন ৯ মে-র সময়সীমা। তারপর খোদ বস্ত্র মন্ত্রীর ডাকে ছুটে গিয়েছিলেন দিল্লিতেও। সেখান থেকেই ফিরেই জানিয়েছিলেন দ্রুত সিদ্ধান্ত বদলের পথে হাঁটতে পারে কেন্দ্র। তা নিয়েই চলছিল জল্পনা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পাটের সর্বোচ্চ মূল্য তুলে নিচ্ছে কেন্দ্র। জারি হয়ে গিয়েছে বিবৃতি। বৃহস্পতিবারই জুট বোর্ড এই বিবৃতি জারি করেছে বলে জানা যাচ্ছে। আগামীকাল থেকেই কার্যকর হয়ে যাচ্ছে নতুন সিদ্ধান্ত।  

এদিকে ইতিমধ্যেই আবার বঙ্গ বিজেপির নেতৃত্ব নিয়ে একাধিকবার প্রশ্ন তুলতে দেখা গিয়েছে অর্জুনকে। অভিযোগও জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। যা নিয়ে চাপান-উতর তৈরি হয়েছে বঙ্গ বিজেপিরর অন্দরে। এর মধ্যে অর্জুনের তৃণমূলে ফেরার জল্পনাও আরও জোরদার হতে থাকে। তবে দিল্লি থেকে ফিরেই অর্জুনের সাফ বক্তব্য ছিল, ১৫ দিনেই স্পষ্ট হয়ে যাবে তাঁর বিজেপিতে থাকার বিষয়টি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, তারপর থেকেই অর্জুনকে ‘ধরে রাখতে’ কোমড় বেঁধে মাঠে নামে গেরুয়া শিবির। এমনকী জুট বোর্ডের বড় পদে অর্জনের পদন্নোতি নিয়েও তৈরি হয় নানা জল্পনা। এদিকে বর্তমানে বঙ্গ বিজেপির যা অবস্থা তাতে অর্জুন দলত্যাগ করে তৃণমূলে যোগদান করলে তা গোটা সংগঠনের কাছেই খারাপ বার্তা যাবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞজদের। আর সেই কারণেই অর্জুনকে ধরে রাখতে কোনও ‘ক্রুটি’ রাখতেই রাজি নন তাঁরা। তবে কী সেই কারণেই তড়িঘড়ি পাটের সর্বোচ্চ মূল্য প্রত্যাহার? সেই প্রশ্নও নতুন করে উঠতে শুরু করেছে।