Bank Dacoity: অনুমানই সঠিক, মহেশতলায় SBI-এর ব্রাঞ্চে ডাকাতিতে গ্রেফতার এক দম্পতি, কীভাবে কষলেন ছক?
Bank Dacoity: তল্লাশি চালিয়ে রবিবার হাওড়ার উলুবেড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। গোটা ঘটনার পুনর্নিমাণের জন্য আফিরকে পুলিশ ওই ব্রাঞ্চে যায়। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
মহেশতলা: মহেশতলায় এসবিআই-এর ব্রাঞ্চে ডাকাতিতে চাঞ্চল্যকর মোড়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ব্যাঙ্কের প্রাক্তন নন ব্যাঙ্কিং স্টাফ-সহ তিন জনকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আরিফ হুসেন, তাঁর স্ত্রী রুবিনা হুসেন এবং তাঁর ভাই সায়েফ হুসেন। পুলিশ জানিয়েছে, আরিফ হুসেন ওই ব্রাঞ্চেরই নন ব্যাঙ্কিং স্টাফ ছিল। কিন্তু কোনও একটি কারণবশত ২ মাস আগে তাঁর চাকরি চলে যায়। এরপরই স্ত্রী ও ভাইকে নিয়ে ডাকাতির ছক কষেন তিনি। ব্যাঙ্ক থেকে খোয়া যাওয়া ৩ কোটি টাকার সোনা ও ৭৫ লক্ষ টাকা ক্যাশ উদ্ধার হয়েছে।
তল্লাশি চালিয়ে রবিবার হাওড়ার উলুবেড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। গোটা ঘটনার পুনর্নিমাণের জন্য আফিরকে পুলিশ ওই ব্রাঞ্চে যায়। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
গত শুক্রবার মহেশতলার বাটামোড়ের এসবিআই-এর ব্রাঞ্চে ডাকাতির ঘটনা ঘটে। ওই দিন নির্দিষ্ট সময়ে ব্যাঙ্ক খুলতে গিয়ে প্রথমে বিষয়টি লক্ষ্য করেন নিরাপত্তারক্ষী। ওই শুক্রবারের পর দুদিন ছুটি ছিল। তার মধ্যেই অপারেশন চালায় আরিফ। পুলিশ তদন্তে নেমে প্রথম থেকেই মনে করছিল, এই ঘটনায় পরিচিত কেউ জড়িত। কারণ ভেঙে নয়, তালা খুলেই ঢুকেছিল আততায়ীরা। পুলিশ মনে করছে, কাজে থাকাকালীনই চাবি নকল করেছিলেন আরিফ। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।