AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Enumeration form: মমতার বাড়িতে গিয়ে ৪০টি ফর্ম দিয়ে এসেছেন BLO: সূত্র

Enumeration form to CM residence: বুধবার বিএলও মুখ্যমন্ত্রীর রেসিডেন্ট অফিসে ফর্ম দিয়ে আসার পর একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়, নিজের হাতে ফর্ম নিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও তা নস্যাৎ করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, "বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।"

Enumeration form: মমতার বাড়িতে গিয়ে ৪০টি ফর্ম দিয়ে এসেছেন BLO: সূত্র
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Social Media
| Edited By: | Updated on: Nov 07, 2025 | 8:21 PM
Share

কলকাতা: ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ঠিকানা। বুধবার সেখানে এনুমারেশন ফর্ম দিতে গিয়েছিলেন বুথ লেভেল অফিসার(বিএলও)। মুখ্যমন্ত্রী নিজে ফর্ম নেন বলে একাধিক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল। তা নস্যাৎ করে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবার কমিশন সূত্রে খবর, ওই বাড়িতে ৪০টি ফর্ম দিয়ে এসেছেন বিএলও। অর্থাৎ ওই বাড়ির সদস্য সংখ্যা ২০।

কমিশন সূত্রে খবর, গত বুধবার মুখ্যমন্ত্রীর ৩০বি হরিশ চ্যাটার্জির বাড়িতে গিয়েছিলেন বিএলও এবং বিএলও সুপারভাইজার। মমতার পরিবারের সদস্যসংখ্যা, কত জন ভোটার ওই বাড়িতে থাকেন, তা জানতে চান বিএলও। সেইমতো ৪০টি ফর্ম দেন তিনি। মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত অফিসার জয়দীপ জানা স্বাক্ষর করে ফর্মগুলি নিয়েছেন। তখন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য। বিএলও তাঁদের বুঝিয়ে দেন, ফর্ম কীভাবে পূরণ করতে হবে। যেহেতু দুটি করে ফর্ম এক জনের জন্য নির্দিষ্ট, তাই ২০ জনের জন্য চল্লিশটি ফর্ম দেওয়া হয়। কমিশনকে দেওয়া রিপোর্টে বিএলও জানিয়েছেন, ফর্ম ফিলাপের বিষয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন।

এর আগে বুধবার বিএলও মুখ্যমন্ত্রীর রেসিডেন্ট অফিসে ফর্ম দিয়ে আসার পর একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়, নিজের হাতে ফর্ম নিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও তা নস্যাৎ করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, “বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।” তিনি জানিয়ে দেন, বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ না করা পর্যন্ত তিনিও ফর্ম পূরণ করবেন না।