Calcutta High Court: হন্যে হয়ে ঘুরেও হারাতে হয়েছিল ১৮ বছরের ছেলেকে, কোনও ছাড় নয়! এবার ৫ লক্ষ টাকা দিতেই হবে নার্সিংহোমকে
Calcutta High Court: স্বাস্থ্য কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিল নার্সিংহোম কর্তৃপক্ষ। স্বাস্থ্য কমিশনের নির্দেশ বহাল রাখে সিঙ্গল বেঞ্চ। এরপর তারা যায় ডিভিশন বেঞ্চে।

কলকাতা: সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল শহরের বেসরকারি নার্সিংহোম। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর খেসারত দিতেই হবে নার্সিংহোমকে। দিতে হবে ৫ লক্ষ টাকা জরিমানা। করোনা পরিস্থিতিতে এক ১৮ বছরের ছাত্রের মৃত্যু হয়। সেই ঘটনার জেরেই পাঁচ বছর বাদে জরিমানা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
২০২০ সালে যখন রাজ্যে করোনা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই আবহে এক কিশোরের মৃত্যু ঘিরে চরম গাফিলতির অভিযোগ ওঠে। তিনটি হাসপাতাল ঘোরার পর কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় ১৮ বছরের ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের। পরিবারের অভিযোগ ছিল, ওই নার্সিংহোমে নিয়ে যাওয়ার ৫ মিনিটের মধ্যেই নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় শুভ্রজিৎ করোনা পজিটিভ।
নার্সিংহোম ওই রিপোর্ট দেওয়ার পর আর কোনও হাসপাতালে তার চিকিৎসার কোনও ব্যবস্থাই হয়নি। কিশোরের বাবা-মায়ের অভিযোগ ছিল, ন্যূনতম কোনও পরিষেবাই দেওয়া হয়নি তাঁদের ছেলেকে। এরপর স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয় পরিবার। ওই নার্সিংহোমকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করে স্বাস্থ্য কমিশন।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিল নার্সিংহোম কর্তৃপক্ষ। স্বাস্থ্য কমিশনের নির্দেশ বহাল রাখে সিঙ্গল বেঞ্চ। অর্থাৎ জরিমানা দেওয়ার কথাই বলেছিল আদালত। এরপর ডিভিশন বেঞ্চে যায় নার্সিংহোম কর্তৃপক্ষ। আজ, বুধবার নার্সিংহোম কর্তৃপক্ষের দায়ের করা সেই মামলা খারিজ করে দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। অর্থাৎ নার্সিংহোমকে পাঁচ লক্ষ টাকা দিতেই হবে মৃতের পরিবারকে।





