Kolkata Police: পুজোর সময় সিপি-র নির্দেশ ঘিরে প্রশ্ন, মামলা হল কলকাতা হাইকোর্টে

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 26, 2024 | 4:45 PM

Kolkata Police: প্রতিবারই দুর্গাপুজোয় কলকাতা শহরে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। প্যান্ডেল পরিক্রমায় দলে দলে মানুষ রাস্তায় বেরোন। ফলে, সেই সময়ে এরকম একটা সময়ে জমায়েত না করতে দিলে, সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারে বলেই প্রশ্ন উঠেছে।

Kolkata Police: পুজোর সময় সিপি-র নির্দেশ ঘিরে প্রশ্ন, মামলা হল কলকাতা হাইকোর্টে
হাইকোর্টে মামলা
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে।

পুলিশ কমিশনারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার কলকাতা পুলিশের থানা এলাকায় ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত জমায়েত করা যাবে না। এক জায়গায় পাঁচজনের বেশি একত্রে চলাফেরা করতে পারবে না, দাঁড়াতে পারবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্গাপুজোর সময় কলকাতা শহরে আদৌ মানুষের জমায়েত হোক, তা কি রাজ্য চায়? এই প্রশ্ন তুলেই মামলা হয়েছে হাইকোর্টে। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। শহরের একটা বড় অংশে পাঁচজনের বেশি জমায়েত করতে পারবে না বলে বুধবারই নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। বউবাজার, ধর্মতলা, হেয়ার স্ট্রিট সহ একাধিক জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ নিয়েই দায়ের করা হয়েছে মামলা।

এই খবরটিও পড়ুন

প্রতিবারই দুর্গাপুজোয় কলকাতা শহরে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। প্যান্ডেল পরিক্রমায় দলে দলে মানুষ রাস্তায় বেরোন। ফলে, সেই সময়ে এরকম একটা সময়ে জমায়েত না করতে দিলে, সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারে বলেই প্রশ্ন উঠেছে।

বুধবার পুলিশ কমিশনার মনোজ ভার্মা একাধিক দুর্গাপুজো কমিটির সঙ্গে বৈঠক করেন। সেখানে আয়োজকরা গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করেন। তবে বৈঠকের পর পুলিশ কমিশনার আশ্বাস দেন, কলকাতায় যাতে শান্তিপূর্ণভাবেই পুজো কাটে, তার জন্য় নজরদারি চালানো হচ্ছে।

Next Article