CBI চালু করল অপারেশন চক্র-২, জালিয়াতদের পর্দাফাঁস করতে হানা বাংলাতেও

Cyber Crime: সাইবার জালিয়াতির মাধ্যমে আর্থিক প্রতারণা বন্ধ করতে এই অপারেশন চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে হানা দিয়েছে সিবিআই। এখনও পর্যন্ত মোট ৭৬টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর ডিজিটাল গ্যাজেট উদ্ধার করেছেন গোয়েন্দারা।

CBI চালু করল অপারেশন চক্র-২, জালিয়াতদের পর্দাফাঁস করতে হানা বাংলাতেও
অপারেশন চক্র-২ চালু করল সিবিআই
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 8:41 PM

কলকাতা: সাইবার জালিয়াতি (Cyber Fraud) রুখতে এবার বড় পদক্ষেপ করল সিবিআই (CBI)। দেশব্যাপী শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের অপারেশন চক্র-২। সাইবার জালিয়াতির মাধ্যমে আর্থিক প্রতারণা বন্ধ করতে এই অপারেশন চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে হানা দিয়েছে সিবিআই। এখনও পর্যন্ত মোট ৭৬টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর ডিজিটাল গ্যাজেট উদ্ধার করেছেন গোয়েন্দারা। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর ল্যাপটপ, হার্ড ডিস্ক।

দেশের একাধিক রাজ্যে এই তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। এছাড়া রাজধানী দিল্লি ও পড়শি রাজ্য বিহারও রয়েছে তালিকায়। মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, কর্নাটক, হরিয়ানা, কেরল, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ ও পঞ্জাবেও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেশব্যাপী এই অপারেশন চক্র ২-এ ইতিমধ্যেই বেশ কিছু সাফল্য এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। বাজেয়াপ্ত হয়েছে ৩২টি মোবাইল, ৪৮টি ল্যাপটপ ও হার্ডডিস্ক। দু’টি সার্ভার ইমেজ, ৩৩টি সিম কার্ড ও প্রচুর পেনড্রাইভও পাওয়া গিয়েছে। ফ্রিজ করা হয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও।

অপারেশন চক্র ২ চলাকালীন ইতিমধ্যেই আন্তর্জাতিক টেক সাপোর্ট প্রতারণা চক্রের হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক নামী বহুজাতিক আইটি সংস্থার নাম ভাঁড়িয়ে অনলাইনে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৯টি ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল। টেক সাপোর্টের নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলা হত এই চক্রের মাধ্যমে।

সন্ধান মিলেছে ক্রিপ্টো কারেন্সি প্রতারণা চক্রেরও। ভুয়ো ক্রিপ্টো মাইনিং সংস্থার নাম করে বহু ভারতীয় নাগরিকদের ফাঁদে ফেলা হয়েছিল বলে সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সিবিআই-এর সন্দেহ প্রায় ১০০ কোটি টাকারও বেশি অঙ্কের রাশি সাধারণ মানুষকে ঠকিয়ে আত্মসাৎ করে নেওয়া হয়েছে এই ভুয়ো ক্রিপ্টো প্রতারণা চক্রের মাধ্যমে।