TET Exam 2022 : শাঁখা-পলা পরে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে ‘বাধা’, রাস্তায় নামল বিজেপি

TET Exam 2022 : বুধবার বিকেলে শাঁখা-পলা ইস্যুতে জলপাইগুড়ি শহরে মিছিল করেন জলপাইগুড়ির কোতয়ালি থানার গেট অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা।

| Edited By: | Updated on: Dec 14, 2022 | 7:16 PM
৫ বছর পর রবিবার ফের টেট পরীক্ষার (TET Exam 2022) আয়োজন হয়েছিল গোটা রাজ্যে। পরীক্ষা হলে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বলে অভিযোগ পরীক্ষার্থীদের।

৫ বছর পর রবিবার ফের টেট পরীক্ষার (TET Exam 2022) আয়োজন হয়েছিল গোটা রাজ্যে। পরীক্ষা হলে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বলে অভিযোগ পরীক্ষার্থীদের।

1 / 9
একাধিক পরীক্ষাকেন্দ্রে অভিযোগ উঠেছিল, শাঁখাবাঁধানো, পলাবাঁধানো খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করা হয়েছে পরীক্ষার্থীদের। যা নিয়ে বিগত দুদিন ধরে বিতর্কের ঝড় উঠেছে রাজ্যের নাগরিক মহলে। বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলেও। এবার এই ইস্যুতে রাজ্যের নানা বিক্ষোভ দেখাতে শুরু করল পদ্ম শিবির (BJP)।

একাধিক পরীক্ষাকেন্দ্রে অভিযোগ উঠেছিল, শাঁখাবাঁধানো, পলাবাঁধানো খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করা হয়েছে পরীক্ষার্থীদের। যা নিয়ে বিগত দুদিন ধরে বিতর্কের ঝড় উঠেছে রাজ্যের নাগরিক মহলে। বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলেও। এবার এই ইস্যুতে রাজ্যের নানা বিক্ষোভ দেখাতে শুরু করল পদ্ম শিবির (BJP)।

2 / 9
বুধবার বিকেলে এই নিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করে বিজেপি। জলপাইগুড়ির কোতয়ালি থানার গেট অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। থানায় ঢুকতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা।

বুধবার বিকেলে এই নিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করে বিজেপি। জলপাইগুড়ির কোতয়ালি থানার গেট অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। থানায় ঢুকতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা।

3 / 9
বিক্ষোভকারীদের বক্তব্য শাঁখা-পলা হলো বিবাহিত মহিলার সনাতন সংস্কৃতির ঐতিহ্য। এই কাজ করে বিবাহিত মহিলাদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।

বিক্ষোভকারীদের বক্তব্য শাঁখা-পলা হলো বিবাহিত মহিলার সনাতন সংস্কৃতির ঐতিহ্য। এই কাজ করে বিবাহিত মহিলাদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।

4 / 9
বিজেপি মহিলা মোর্চার জলপাইগুড়ির সভানেত্রী দীপা বনিক অধিকারী বলেন, “বিবাহিত মহিলারা তাঁর স্বামীর মঙ্গলের জন্য শাঁখা-পলা পরে থাকেন। বিবাহিত মহিলা পরীক্ষার্থীদের সেই শাঁখা পলা খুলতে বাধ্য করেছে পুলিশ প্রশাসন। এটা ঠিক নয়। রাজ্যে কয়লা, বালি ইত্যাদি পাচার হয়ে যাচ্ছে। পুলিশ আটকাতে পারছে না। আর গৃহবধূদের হাত থেকে পুলিশ শাঁখা-পলা খুলে দিচ্ছে। আমরা এই নিয়মকে ধিক্কার জানাই।”

বিজেপি মহিলা মোর্চার জলপাইগুড়ির সভানেত্রী দীপা বনিক অধিকারী বলেন, “বিবাহিত মহিলারা তাঁর স্বামীর মঙ্গলের জন্য শাঁখা-পলা পরে থাকেন। বিবাহিত মহিলা পরীক্ষার্থীদের সেই শাঁখা পলা খুলতে বাধ্য করেছে পুলিশ প্রশাসন। এটা ঠিক নয়। রাজ্যে কয়লা, বালি ইত্যাদি পাচার হয়ে যাচ্ছে। পুলিশ আটকাতে পারছে না। আর গৃহবধূদের হাত থেকে পুলিশ শাঁখা-পলা খুলে দিচ্ছে। আমরা এই নিয়মকে ধিক্কার জানাই।”

5 / 9
তৃণমূল নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “শাঁখা-পলা পুলিশ খোলায়নি। আসলে মেটাল নিয়ে পরীক্ষা হলে ঢোকা নিষিদ্ধ ছিল। এখন অনেক বিবাহিত মহিলারা তাদের হাতের শাখা বা পলা সোনা দিয়ে বাঁধাই করিয়ে নিয়ে পড়েন। যেহেতু সোনা এক ধরনের মেটাল তাই পুলিশ সেইগুলি খুলতে বলেছিল। বিজেপি এটা নিয়ে অহেতুক রাজনীতি করছে।”

তৃণমূল নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “শাঁখা-পলা পুলিশ খোলায়নি। আসলে মেটাল নিয়ে পরীক্ষা হলে ঢোকা নিষিদ্ধ ছিল। এখন অনেক বিবাহিত মহিলারা তাদের হাতের শাখা বা পলা সোনা দিয়ে বাঁধাই করিয়ে নিয়ে পড়েন। যেহেতু সোনা এক ধরনের মেটাল তাই পুলিশ সেইগুলি খুলতে বলেছিল। বিজেপি এটা নিয়ে অহেতুক রাজনীতি করছে।”

6 / 9
ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, “আমদের কাছে যা সরকারি গাইডলাইন ছিল। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, “আমদের কাছে যা সরকারি গাইডলাইন ছিল। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

7 / 9
সরব দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চার সদস্যরাও। বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহর জুড়ে প্রতিবাদ মিছিল করে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা।

সরব দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চার সদস্যরাও। বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহর জুড়ে প্রতিবাদ মিছিল করে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা।

8 / 9
বুনিয়াদপুর তিন মাথা মোড়ে জাতীয় সড়কের উপর অবস্থান বিক্ষোভ কর্মসূচিতেও বসেন তাঁরা। যেখানে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সম্পাদিকা শিখা সরকার তরু সহ অন্যান্য নেতৃত্বরা। অবিলম্বে মুখ্যমন্ত্রী সমগ্র বিষয়টি নিয়ে জবাব না দিলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা।

বুনিয়াদপুর তিন মাথা মোড়ে জাতীয় সড়কের উপর অবস্থান বিক্ষোভ কর্মসূচিতেও বসেন তাঁরা। যেখানে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সম্পাদিকা শিখা সরকার তরু সহ অন্যান্য নেতৃত্বরা। অবিলম্বে মুখ্যমন্ত্রী সমগ্র বিষয়টি নিয়ে জবাব না দিলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা।

9 / 9
Follow Us: