Corona Update: রাজ্যে দৈনিক সংক্রমণ অনেকটাই কমল, তবে চিন্তা জিইয়ে রাখছে পজিটিভিটি রেট

Covid19: চিকিৎসকরা বলছেন, মাস্কের ব্যবহার আবার বাড়াতে হবে। টিকাকরণেও জোর দিতে হবে। অনেকের মধ্যেই বুস্টার ডোজ়ে অনীহা লক্ষ্য করা যাচ্ছে। সেই প্রবণতাও দূরে ঠেলতে হবে।

Corona Update: রাজ্যে দৈনিক সংক্রমণ অনেকটাই কমল, তবে চিন্তা জিইয়ে রাখছে পজিটিভিটি রেট
ফের বাড়ছে সংক্রমণ। ছবি PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2022 | 6:58 PM

কলকাতা: গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল রাজ্যে কোভিডের সংক্রমণ। রবিবার ২ হাজার ৯৬২ জন রাজ্যে করোনা আক্রান্ত হন। সোমবার আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯১৫ জন। মৃত্যু হয়েছে তিনজনের। তবে পজিটিভিটি রেট অনেকটাই বেড়েছে। রবিবার যা ছিল ১৭.৩৬ শতাংশ, সোমবার তা বেড়ে হয়েছে ২১.৩ শতাংশ। চিকিৎসকমহলের একাংশের মত, নতুন করে যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, একটা বড় অংশই উপসর্গহীন। শরীরের অন্য কোনও সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন তাঁরা, এরপরই পরীক্ষায় ধরা পড়ছে শরীরে করোনার উপস্থিতি। চিকিৎসকরা বলছেন, মাস্কের ব্যবহার আবার বাড়াতে হবে। টিকাকরণেও জোর দিতে হবে। অনেকের মধ্যেই বুস্টার ডোজ়ে অনীহা লক্ষ্য করা যাচ্ছে। সেই প্রবণতাও দূরে ঠেলতে হবে।

কোন জেলায় কত আক্রান্ত, এক নজরে

উত্তর ২৪ পরগনা – আক্রান্ত ৫৪৮। রবিবার আক্রান্ত ৭৩৭ জন।

কলকাতা – আক্রান্ত ৪৯৮। রবিবার আক্রান্ত ৬৫৮ জন।

হুগলি – আক্রান্ত ১০৬ । রবিবার আক্রান্ত ১৯৬ জন।

পশ্চিম বর্ধমান – আক্রান্ত ৯২। রবিবার আক্রান্ত ১৫২ জন।

দক্ষিণ ২৪ পরগনা – আক্রান্ত ১৭২ । রবিবার আক্রান্ত ১৪৪ জন।

নদিয়া – আক্রান্ত ৬৬ । রবিবার আক্রান্ত ১৩৭ জন।

হাওড়া – আক্রান্ত ৬১। রবিবার আক্রান্ত ১২২ জন।

পূর্ব বর্ধমান- আক্রান্ত ৪৪ । রবিবার আক্রান্ত ১১৩ জন।

পশ্চিম মেদিনীপুর- আক্রান্ত ৫৮। রবিবার আক্রান্ত ১১২ জন।

দার্জিলিং- আক্রান্ত ৬৭। রবিবার আক্রান্ত ৯৫ জন।

বীরভূম- আক্রান্ত ৪৭। রবিবার আক্রান্ত ৯১ জন।

জলপাইগুড়ি – আক্রান্ত ১৭ । শনিবার আক্রান্ত ৮০ জন।

পুরুলিয়া – আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ৮০ জন।

মালদহ – আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ৫৩ জন।

আলিপুরদুয়ার – আক্রান্ত ১৪ । রবিবার আক্রান্ত ৪৩ জন।

বাঁকুড়া – আক্রান্ত ১৮। রবিবার আক্রান্ত ৩০ জন।

দক্ষিণ দিনাজপুর – আক্রান্ত ১৩। রবিবার আক্রান্ত ২৮ জন।

মুর্শিদাবাদ – আক্রান্ত ৯। রবিবার আক্রান্ত ২২ জন।

পূর্ব মেদিনীপুর – আক্রান্ত ২৪। রবিবার আক্রান্ত ২২ জন।

কোচবিহার – আক্রান্ত । রবিবার আক্রান্ত ১৮ জন।

উত্তর দিনাজপুর – আক্রান্ত ০ । রবিবার আক্রান্ত ১৪ জন।

ঝাড়গ্রাম – আক্রান্ত ৩ । রবিবার আক্রান্ত ৯ জন।

কালিম্পং – আক্রান্ত ২। রবিবার আক্রান্ত ৬।