CV Ananda Bose: রাজভবনের দুর্গাপুজোয় সস্ত্রীক রাজ্যপাল বোস, শোনালেন কবিতা

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Oct 19, 2023 | 7:03 PM

CV Ananda Bose: এদিন প্রদীপ জ্বালিয়ে রাজভবনের পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর নিজের লেখা একটি কবিতাও শোনান তিনি। দেন শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, রবীন্দ্রনাথই তাঁর লেখার অনুপ্রেরণা।

CV Ananda Bose: রাজভবনের দুর্গাপুজোয় সস্ত্রীক রাজ্যপাল বোস, শোনালেন কবিতা
পুজো উদ্বোধনে রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজভবনের কর্মচারীদের দুর্গাপুজো। সেই পুজোয় সস্ত্রীক হাজির হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে দীর্ঘদিন ধরেই এই পুজো করেন রাজভবনের কর্মচারীরা। এবার সেই পুজোয় পঞ্চমীর সন্ধ্যায় সস্ত্রীক উপস্থিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এদিন প্রদীপ জ্বালিয়ে রাজভবনের পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর নিজের লেখা একটি কবিতাও শোনান তিনি। দেন শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, রবীন্দ্রনাথই তাঁর লেখার অনুপ্রেরণা।

গত কয়েকদিন ধরেই কলকাতায় বিভিন্ন পুজো মণ্ডপে যাচ্ছেন রাজ্যপাল। আসলে কলকাতার সঙ্গে রাজ্যপালের দীর্ঘদিনের সম্পর্ক। একটা সময় ব্যাঙ্কে কাজ করতেন তিনি, কলকাতায় তাঁর দফতর ছিল। প্রায় বছর চল্লিশ আগের কথা। সে সময় কলকাতায় ঠাকুর দেখতেন। এবার মণ্ডপে মণ্ডপে ঘুরে নস্টালজিক বোস। বিভিন্ন মণ্ডপে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেও দেখা যাচ্ছে তাঁকে। এদিন রাজভবনের পুজো উদ্বোধনের পর সল্টলেক করুণাময়ীতে জি ব্লকের পুজো উদ্বোধনে যান রাজ্যপাল বোস। সকলে যেন আনন্দে পুজো কাটান, সেই বার্তাই দেন রাজ্যবাসীকে।

Next Article
Durga Puja: মমতার লেখা গানে সুরুচির ঝুলিতে সরকারি সম্মান
Recruitment Scam: পালিয়ে যেতে পারে কুন্তল? পুজোর মুখে খারিজ হয়ে গেল জামিনের আর্জি