শত্রুর নাম ‘ইয়াস’, ২৫ যুদ্ধবিমান ও ১১টি হেলিকপ্টার নিয়ে প্রস্তুত বায়ুসেনা

আমফানের সময় উদ্ধারকাজে নামানো হয়েছিল বায়ুসেনা বিমান। তবে এবার 'ইয়াস' আসার আগে থেকেই যুদ্ধের মেজাজে চলছে প্রস্তুতি।

শত্রুর নাম 'ইয়াস', ২৫ যুদ্ধবিমান ও ১১টি হেলিকপ্টার নিয়ে প্রস্তুত বায়ুসেনা
চলছে ইয়াস মোকাবিলার প্রস্তুতি
Follow Us:
| Updated on: May 24, 2021 | 10:37 PM

কলকাতা: ঘূর্ণিঝড় আগেও হয়েছে বাংলায়। তবে এবার আমফানের সঙ্গে বারবার তুলনা চলে আসছে ইয়াসের। সাম্প্রতিককালে আমফানের তুমুল তাণ্ডব এখনও ভুলতে পারেনি রাজ্যবাসী। তবে দ্বিতীয় ‘আমফান’ যেন না দেখতে হয়, তাই এ বার চারপাশ থেকে একেবারে যুদ্ধের আমেজে চলছে সাইক্লোন মোকাবিলার প্রস্তুতি। প্রকৃতির বিপর্যয় নিয়ন্ত্রন করা সম্ভব নয়, তবু ক্ষতি যতটা কম হয় তার জন্যই এই প্রচেষ্টা। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ১১ টি যুদ্ধবিমান ও ২৫ট হেলিকপ্টার।

ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে, উদ্ধারের কাজে যে কোনও সাইক্লোনেই পৌঁছে যায় বায়ুসেনা। এবারও তার ব্যতিক্রম নয়। বায়ুসেনার তরফে পশ্চিমবঙ্গে প্রস্তুত রাখা হয়েছে একটি ‘সি-১৭ গ্লোবমাস্টার’, একটি ‘আইএল-৭৬’, তিনটি ‘সি-১৩০ জে সুপার হারকিউলিস’, চারটি ‘আন্তোনভ- ৩২’, দুটি ডর্নিয়ার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এই যুদ্ধবিমানগুলি ছাড়াও থাকবে ১১টি ‘মিগ-১৭ভি৫’ হেলিকপ্টার, দুটি ‘ চেতক’, তিনটি ‘চিতা’ ও দুটি ‘ধ্রুভ অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার’ ও সাতটি মিগ-১৭।

Air force deployment for Yaas

অলংকরণ: অভীক দেবনাথ

ত্রাণের কাজে ২১ টন সরঞ্জাম নিয়ে এসেছে বায়ুসেনা। পাটনা ও বারণসী থেকে কলকাতায় এয়ারলিফট করে আনা হয়েছে ৩৩৪ জন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যকে। এছাড়া এনডিআরএফের ৬০৬ জন সদস্য ও ৫৭টন সরঞ্জাম এয়ারলিফট করে এনেছে এয়ার ফোর্স।

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘার কোলেও অস্তিত্ব জানান দেবে ‘ইয়াস’, ‘ওরোগ্রাফিক এফেক্টে’ নামবে বৃষ্টি

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে, ল্যান্ডফলের সময় আগের অনুমানের থেকে এগিয়ে এসেছে। সে কথা জানিয়েছেন, আবহাওয়া দফতরের ডিডিজিএম সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এ দিন বিকেলে সাংবাদিক বৈঠকে ডিডিজিএম জানিয়েছেন, ‘এই মুহূর্তে দীঘা থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস।’ তিনি উল্লেখ করেছেন, আগামী ১২ ঘণ্টায় ‘সিভিয়ার’ বা তীব্র সাইক্লোনে পরিণত হবে ‘ইয়াস।’ তার পররে ২৪ ঘণ্টায় ‘ভেরি সিভিয়ার’ বা ‘অতি তীব্র’ সাইক্লোনে পরিণত হবে সেই ঘূর্ণিঝড়। গতিপথ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিমের দিকে।

*** ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের তরফে প্রকাশ করা হল হেল্পলাইন নম্বর। ঘূর্ণিঝড়ের সময়ে যে কোনও বিপদে পড়লে ফোন করুন এই নম্বরগুলিতে ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের মোকাবিলয়া দু’টি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য বিদ্যুৎ দফতর, ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে