Corona Update: কমছে আক্রান্তের সংখ্যা, স্বস্তি ফিরছে নাগরিক মহলে! এখনও উদ্বেগ মৃতের সংখ্যায়

Corona Update: শুক্রবার যেখানে বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের উপরে ছিল শনিবার তা কমে ২৮৩৯ জনে দাঁড়ায়। শনিবার তা আরও বেশ খানিকটা কমে যায়।

Corona Update: কমছে আক্রান্তের সংখ্যা, স্বস্তি ফিরছে নাগরিক মহলে! এখনও উদ্বেগ মৃতের সংখ্যায়
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2022 | 7:00 PM

কলকাতা: শনিবারের থেকে রবিবার ফের অনেকটাই কমে গেল বাংলার করোনা আক্রান্তের (Corona Infection) সংখ্যা। অন্যদিকে সংক্রমণের এই পারাপতন অব্যাহত রয়েছে বিগত ২ দিন ধরেই। শুক্রবার যেখানে বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের উপরে ছিল শনিবার তা কমে  ২৮৩৯ জনে দাঁড়ায়। রবিবার তা আরও কমে হল ২৬৫৯। তাতেই স্বস্তি ফিরছে নাগরিক মহলে। এদিকে রাজ্যে যে ইতিমধ্যেই কোভিডের চতুর্থ (Covid 19 Fourth Wave) পর্বের সংক্রমণ শুরু হয়েছে তা আগেই জানিয়েছিল সরকার। তারপর থেকে বাড়ছিল উদ্বেগ। তবে এবার দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে থাকায় ধীরে ধীরে ফিরছে স্বস্তি। অন্যদিকে এখনও উদ্বেগ রয়েছে মৃতের সংখ্যায়। গতকাল যেখানে সারাদিনে মৃত্যু হয়েছিল ৬ জনের। এদিন তা দাঁড়িয়েছে ৫। 

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

কলকাতা – আক্রান্ত ৪৮৭। শনিবার আক্রান্ত ৫৯৩। 

উত্তর ২৪ পরগনা – আক্রান্ত ৫৮১। শনিবার আক্রান্ত ৫৭৭। 

দক্ষিণ ২৪ পরগনা –  আক্রান্ত ১৫৬। শনিবার আক্রান্ত ১৪৪। 

হাওড়া –  শনিবার আক্রান্ত ১১৯। 

নদিয়া –  শনিবার আক্রান্ত ৫৯। 

পশ্চিম বর্ধমান – আক্রান্ত ১৫৫। শনিবার আক্রান্ত ১০৪। 

পশ্চিম মেদিনীপুর- আক্রান্ত ৬৭। শনিবার আক্রান্ত ৭৯। 

দার্জিলিং- আক্রান্ত ৭২। শনিবার আক্রান্ত ৮৩। 

বীরভূম- আক্রান্ত ২১৯। শনিবার আক্রান্ত ২২৯। 

পূর্ব বর্ধমান- আক্রান্ত ১০৫। শনিবার আক্রান্ত ১০৪। 

পূর্ব মেদিনীপুর – আক্রান্ত ২৫। শনিবার আক্রান্ত ২৪।

জলপাইগুড়ি – আক্রান্ত ৭৩। শনিবার আক্রান্ত ১৪০।                                                                                                                                                                                                                                                                                                                                          মুর্শিদাবাদ –  আক্রান্ত ২৪। শনিবার আক্রান্ত ৩০। 

মালদহ – আক্রান্ত ৭০। শনিবার আক্রান্ত ৮৯। 

উত্তর দিনাজপুর – আক্রান্ত ২৯। শনিবার আক্রান্ত ২৯। 

আলিপুরদুয়ার – আক্রান্ত ৩০। শনিবার আক্রান্ত ২৬। 

বাঁকুড়া – আক্রান্ত ৬২। শনিবার আক্রান্ত ২৬। 

দক্ষিণ দিনাজপুর – আক্রান্ত ৪৭। শনিবার আক্রান্ত ৬৯। 

পুরুলিয়া – আক্রান্ত ৮১। শনিবার আক্রান্ত ৫৫। 

ঝাড়গ্রাম – আক্রান্ত ৭। শনিবার আক্রান্ত ৭। 

কোচবিহার – আক্রান্ত ২৬। শনিবার আক্রান্ত ৭১। 

কালিম্পং – আক্রান্ত ৪। শনিবার আক্রান্ত ৬। 

হুগলি – আক্রান্ত ১৫৯। শনিবার আক্রান্ত ১২১।