Dengue: ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগে নবান্ন, আজ বৈঠকে মুখ্যসচিব-স্বাস্থ্যসচিব

Dengue: জনস্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, এ বছর শহর থেকেও এডিস ইজিপ্টাইয়ের হানায় বেশি কাবু গ্রাম বাংলা। আর সেখানেই উদ্বিগ্ন স্বাস্থ্য ভবনের কর্তাব্যক্তিরা।

Dengue: ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগে নবান্ন, আজ বৈঠকে মুখ্যসচিব-স্বাস্থ্যসচিব
ডেঙ্গি নিয়ে সতর্ক প্রশাসন।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 11:37 AM

কলকাতা: রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগে নবান্নও। বেসরকারি মতে, জুলাই মাসেই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫। আক্রান্তের সংখ্যা জুলাইয়ের শেষ সপ্তাহে সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবারই নবান্নে হবে অ্যাডভাইজ়রি কমিটির বৈঠক। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বেই বৈঠক হবে। থাকবেন স্বাস্থ্য অধিকর্তারা। কলকাতা থেকে জেলা, বাড়ছে ডেঙ্গির প্রকোপ। দফায় দফায় হচ্ছে বৈঠক, উদ্বেগে রয়েছে পুরসভাগুলিও। এবার কড়া চিন্তাভাবনা প্রশাসনেরও। বৃহস্পতিবার সন্ধ্যাতেই ডেঙ্গি নিয়ে নবান্নে মুখ্যসচিব – স্বাস্থ্যসচিব বৈঠকে বসবেন।

জনস্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, এ বছর শহর থেকেও এডিস ইজিপ্টাইয়ের হানায় বেশি কাবু গ্রাম বাংলা। আর সেখানেই উদ্বিগ্ন স্বাস্থ্য ভবনের কর্তাব্যক্তিরা। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, গত জুলাইয়ে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬২৬। এ বছর জুলাইয়ের  মাঝামাঝি সময়ের মধ্যেই তা বেড়ে ২ হাজার ৬০০ অতিক্রম করেছে। তাই নয়। গড়ে মোট আক্রান্তের ৬৫ শতাংশই গ্রাম বাংলার। জেলা থেকে কলকাতার একাধিক জায়গা থেকে মৃতের সংখ্যা আসছে। ২১ জুলাই বেলেঘাটা আইডি হাসপাতালে এক ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু হয়। রানাঘাটের বাসিন্দা ওই মহিলার নাম উমা সরকার। ১৯ জুলাই বিসি রায় হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। ইন্সস্টিটিউট অফ চাইল্ড হেল্থে মৃত্যু হয় এক শিশুর। গত শনিবার, মৃত্যু হয় পল্লবী দে নামে আরও এক নাবালিকার।

এবছর ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে। তবে জনস্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, তথ্য গোপন না করে, আসল তথ্য সামনে এলে মানুষকে সচেতন করতে হবে। জেলার বিভিন্ন হাসপাতাল, মেডিক্যাল কলেজে তৈরি হচ্ছে স্পেশ্যাল ইউনিট। কোথাও কোথাও মেডিসিন, পেডিয়াট্রিক, মাইক্রো বায়োলজি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হচ্ছে গোটা বিষয়টি।