Sealdah Station : হাবড়ায় বিধ্বংসী আগুন, দীর্ঘক্ষণ বন্ধ বনগাঁ লোকাল, শিয়ালদায় আটকে হাজার হাজার যাত্রী

Sealdah Station : এদিন বিকালে হাবড়ার নেহেরু বাগ এলাকায় দাউদাউ করে জ্বলে ওঠে আস্ত বস্তি। পুড়ে ছাই হয়ে যায় বস্তি এলাকার একাধিক ঝুপড়ি।

| Edited By: | Updated on: Dec 14, 2022 | 7:58 PM
বুধবার বিকালে সন্ধ্যা নামার মুখে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখা যায় হাবড়ায় (Habra) রেললাইন লাগোয়া বস্তিতে। যার জেরে শিয়ালদা-বনগাঁ (Sealdah-Bongaon) শাখায় দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন পরিষেবা।

বুধবার বিকালে সন্ধ্যা নামার মুখে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখা যায় হাবড়ায় (Habra) রেললাইন লাগোয়া বস্তিতে। যার জেরে শিয়ালদা-বনগাঁ (Sealdah-Bongaon) শাখায় দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন পরিষেবা।

1 / 7
ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় শিয়ালদা স্টেশনে কার্যত থিকথিকে ভিড়ের ছবি দেখা যায়। বাড়ি ফিরতে না পেরে ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় অনেককে।

ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় শিয়ালদা স্টেশনে কার্যত থিকথিকে ভিড়ের ছবি দেখা যায়। বাড়ি ফিরতে না পেরে ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় অনেককে।

2 / 7
সূত্রের খবর, আনুমানিক বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ওই শাখায় ট্রেন চলে। তারপর থেকে বন্ধ হয়ে যায় পরিষেবা। অবশেষে প্রায় দেড় ঘণ্টা পর ফের স্বাভাবিক হয় পরিষেবা।

সূত্রের খবর, আনুমানিক বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ওই শাখায় ট্রেন চলে। তারপর থেকে বন্ধ হয়ে যায় পরিষেবা। অবশেষে প্রায় দেড় ঘণ্টা পর ফের স্বাভাবিক হয় পরিষেবা।

3 / 7
সূত্রের খবর, সাড়ে ৫টা পর্যন্ত ওই শাখায় যে সমস্ত ট্রেন ছেড়ে গিয়েছিল সেগুলিরই অনেকই ঘটনার জেরে মাঝপথে আটকে পড়ে।

সূত্রের খবর, সাড়ে ৫টা পর্যন্ত ওই শাখায় যে সমস্ত ট্রেন ছেড়ে গিয়েছিল সেগুলিরই অনেকই ঘটনার জেরে মাঝপথে আটকে পড়ে।

4 / 7
তবে সন্ধ্যা ৬.৩৮ মিনিটের যে বনগাঁ লোকাল ছিল সেটির নির্ধারিত সময় পিছিয়ে যায়। অবশেষে সন্ধ্যা ৭টা ১০ নাগাদ ১০ নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয় বনগাঁ লোকাল। স্বস্তি ফেরে নিত্যযাত্রীদের।

তবে সন্ধ্যা ৬.৩৮ মিনিটের যে বনগাঁ লোকাল ছিল সেটির নির্ধারিত সময় পিছিয়ে যায়। অবশেষে সন্ধ্যা ৭টা ১০ নাগাদ ১০ নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয় বনগাঁ লোকাল। স্বস্তি ফেরে নিত্যযাত্রীদের।

5 / 7
এদিন বিকালে হাবড়ার নেহেরু বাগ এলাকায় দাউদাউ করে জ্বলে ওঠে আস্ত বস্তি। পুড়ে ছাই হয়ে যায় বস্তি এলাকার ৪০ থেকে ৫০ টি বস্তি। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন।

এদিন বিকালে হাবড়ার নেহেরু বাগ এলাকায় দাউদাউ করে জ্বলে ওঠে আস্ত বস্তি। পুড়ে ছাই হয়ে যায় বস্তি এলাকার ৪০ থেকে ৫০ টি বস্তি। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন।

6 / 7
তবে কী কারণে আগুন লাগল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘিঞ্জি এলাকা মুহূর্তেই আগুনের গ্রাসে চলে যায় একের পর এক বস্তি। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

তবে কী কারণে আগুন লাগল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘিঞ্জি এলাকা মুহূর্তেই আগুনের গ্রাসে চলে যায় একের পর এক বস্তি। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

7 / 7
Follow Us: