Online Admission: কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তিতে চূড়ান্ত সিলমোহর, উপাচার্য-শিক্ষামন্ত্রীর বৈঠক শেষে বড় সিদ্ধান্ত

Online Admission: কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তিতে সিলমোহর। আসন্ন শিক্ষাবর্ষ থেকেই তা চালু করার ভাবনার কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Online Admission: কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তিতে চূড়ান্ত সিলমোহর, উপাচার্য-শিক্ষামন্ত্রীর বৈঠক শেষে বড় সিদ্ধান্ত
ছবি - চলতি বছরেই শুরু হচ্ছে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2022 | 9:03 PM

কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে দুর্নীতি ঠেকাতে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির (centrally online admission) বিষয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন থেকে। অবশেষে উপাচার্যদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিলমোহর দিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। যা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়ে গিয়েছে শিক্ষামহলে। এ প্রসঙ্গে বৈঠক শেষে ব্রাত্য বসু বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যাতে এ বছর থেকেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি করা যায়। এ বিষয়েই শিক্ষা দফতরে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসি। তবে যে সমস্ত বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যরা আজ আসতে পারেননি তাঁরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত অবস্থা কেমন আছে, এ বছর যদি অনলাইনে ভর্তি হয় তাঁরা কতটা প্রস্তুত সে বিষয়ে আজ বিশদ তথ্য পেশ করেন উপাচার্যরা। এবার আমরা এর পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নেব।” 

করোনাকালে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে রাজ্যের সমস্ত স্কুল-কলেজের পঠনপাঠন বন্ধ ছিল। অফলাইনের বদলে অনলাইনেই চলেছে পড়াশোনা। যদিও তারপরও অনলাইনে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া চললে সেখানে ঠিক কী ধরনের সমস্যা হতে পারে তা নিয়ে বাড়ছিল উদ্বেগ।  যদিও এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর দাবি, “আজকের বৈঠকে অনলাইনে ভর্তির ব্যাপারে খুবই আশাব্য়ঞ্জক বার্তা দিয়েছেন উপাচার্যরা। খুবই উৎসাহ দিয়েছেন সকলে। সকলেরই মতে এতে গোটা প্রক্রিয়াতেই একটা স্বচ্ছতা আসবে। আমার মনে হচ্ছে আমরা এ বছরই এ প্রক্রিয়া চালু করতে পারব।” 

তবে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রক্রিয়াগত ভিন্নতা যে থাকবে এদিন তা জানাতে ভোলেননি শিক্ষামন্ত্রী। এ প্রসঙ্গে বলতে গিয়ে ব্রাত্য বলেন, “যে সমস্ত স্বশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের জন্য যদিও আলাদা পরীক্ষা কাঠামো থাকছে। যেমন যাদবপুর, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠান এর বাইরে থাকবে। যাঁরা অ্যাডমিশন টেস্ট নিতে চান তাঁরা নিতে পারবেন। তবে প্রেসিডেন্সিতে ২০১৫ সাল থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মধ্য দিয়ে ভর্তি প্রক্রিয়া চলত। এ বছর তাঁরা কী করবেন আমাদের আলোচনা করে জানাবেন বলে জানিয়েছেন।” তবে শিক্ষামন্ত্রী এদিন সাফ জানিয়ে দিয়েছেন, গোটা ভর্তি প্রক্রিয়ার জন্য একটিই পোর্টাল থাকবে। যা থাকবে উচ্চ শিক্ষা সংসদের আওতাধীন। তবে এই পোর্টালের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভাবে চলবে ভর্তি প্রক্রিয়া। সেখানেই পছন্দের বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারবেন পড়ুয়ারা।