প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে সেই সময় চালক ছাড়াও আরও একজন ছিলেন। হঠাৎ করেই গাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বের হতে শুরু করে। সঙ্গে সঙ্গেই গাড়ি ছেড়ে নেমে পড়েন তাঁরা। মুহূর্তে সে আগুন ভয়ঙ্কর চেহারা নেয়। একদিন আগেই বাগবাজারে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় এলাকার লোকজনের মধ্যেও।
আরও পড়ুন: তৃণমূলের ‘মুষল পর্বই’ বিজেপির তুরুপের তাস! ছক কষতে আজ দিল্লিতে দিলীপ-মুকুলরা
প্রাথমিকভাবে স্থানীয়রাই জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে হাওয়ার দাপটে আগুন বাড়তে থাকে। খবর দেওয়া হয় দমকলে। দু’টি ইঞ্জিন এসে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি বাগে আনে। এদিকে এই ঘটনার জেরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায়। প্রায় ৪৫ মিনিট রাজাবাজারের পাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় কলকাতা পুলিস। বেশি রাতে ফের তা স্বাভাবিক হয়।