Geeta Path: ব্রিগেডে চলছে গীতাপাঠ, গেরুয়া বসন পরে হাজির সাধুরা
Geeta Path: দূর-দূরান্ত থেকে ট্রেনে করে হাওড়ায় এসে পৌঁছাচ্ছেন বহু মানুষ। তারপর সেখান থেকে কীভাবে ব্রিগেডে যাবেন সেই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে তা করা যাচ্ছে ক্যাম্পে। গোটা ব্রিগেড চত্বরে দেখা যাচ্ছে নজিরবিহীন নিরাপত্তা। সাধু-সন্তরা যেমন থাকছেন তেমনই থাকছেন বিজেপির নেতারাও।
কলকাতা: ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ চলছে ব্রিগেডে। আয়োজনে সনাতন সংস্কৃতি পর্ষদ। গীতাপাঠ নিয়ে রাজনৈতিক আঙিনাতেও চড়ছে পারদ। ঠান্ডা উপেক্ষা করেই ভোর থেকে ব্রিগেডের ময়দানে ভিড় জমাতে শুরু করলেন বহু মানুষ। হাওড়া স্টেশনের বাইরে খোলা হল ক্যাম্প। দূর-দূরান্ত থেকে ট্রেনে করে হাওড়ায় এসে পৌঁছাচ্ছেন বহু মানুষ। তারপর সেখান থেকে কীভাবে ব্রিগেডে যাবেন সেই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে তা করা যাচ্ছে ক্যাম্পে। গোটা ব্রিগেড চত্বরে দেখা যাচ্ছে নজিরবিহীন নিরাপত্তা। সাধু-সন্তরা যেমন থাকছেন তেমনই থাকছেন বিজেপির নেতারাও।