
কলকাতা: শুক্রবার সকালে রাজারহাটে কাছে একটি বাস পড়ে যায় খালে। এই ঘটনায় আহত হন একাধিক ব্যক্তি। বেলা গড়াতেই এবার দেখা গেল বিমানবন্দরের কাছে আগুন লেগে গেল সরকারি বাসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সর্ট-সার্কিট থেকে আগুন লেগে এমন ঘটনা ঘটেছে।
তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছিল। সরকারি বাসে ঠিক এই বিমানবন্দরের কাছেই আগুন ধরে গিয়েছিল। সেই সময়ও দাউদাউ করে জ্বলেছিল বাসটি। সংশ্লিষ্ট বাসটি কলকাতা মুখি লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিং-এর সামনে আসতেই হঠাৎ করেই শর্ট-সার্কিট হয়ে যায়। মুহূর্তেই সেই আগুন কার্যত ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, আজ সকাল ১১ বেজে ৫৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। জানা যায়,চলন্ত বাসটি যাওয়ার সময়ই আগুন ধরে যায়। আতঙ্কে সমস্ত যাত্রীরা হুড়মুড়িয়ে নেমে যায়। তবে এখনও হতাহতের কোনও খবর নেই। প্রত্যেক যাত্রীই সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে।
অপরদিকে, আজ রাজারহাটের খাড়োয়া খাল এলাকায় যাত্রীবাসী ওই বেসরকারি বাসটি পড়ে যায় খালে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেষারেষি করতে গিয়ে বাসটি পড়ে যায় খালের জলে। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজ শুরু করেন। আসে রাজারহাট থানার পুলিশ। প্রায় চল্লিশ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।