Governor Message: পঞ্চায়েত ভোটে হিংসা বরদাস্ত নয়, রাজ্যপাল-সুকান্তের বৈঠকের পর কড়া বার্তা রাজভবনের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 11, 2023 | 7:36 PM

রাজ্যে ক্রমশ বেড়ে চলা দুর্নীতি এবং আইন-শৃঙ্খলার অবনতি ঠেকানোই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন রাজ্যপাল।

Governor Message: পঞ্চায়েত ভোটে হিংসা বরদাস্ত নয়, রাজ্যপাল-সুকান্তের বৈঠকের পর কড়া বার্তা রাজভবনের
রাজভবনে রাজ্যপাল সি.ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

Follow Us

কলকাতা: পঞ্চায়েত ভোটে হিংসা বরদাস্ত নয়। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছেন রাজ্যপাল। শনিবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকের পর রাজভবনের তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে ব্যবস্থা নিতে হবে এবং বাংলার মানুষের যাতে ভাল হয়, আইনের শাসন যাতে বলবৎ থাকে, সেদিকে নজর রাখা-ই তাঁর মূল লক্ষ্য বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

জানা গিয়েছে, রাজভবন থেকে আগাম সময় নিয়েই এদিন বিকালে রাজ্যপাল সি.ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই প্রথম রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে রাজ্যের কোনও বিজেপি নেতার বৈঠক হল। বেশ কিছুক্ষণ ধরে বৈঠক হয়। তারপর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।” রাজ্যে ক্রমশ বেড়ে চলা দুর্নীতি এবং আইন-শৃঙ্খলার অবনতি ঠেকানোই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন রাজ্যপাল।

অন্যদিকে, সুকান্ত মজুমদারের বৈঠকের পরই রাজভবনের তরফে বিবৃতি দেওয়া হয়। সেখানে হিংসা ও দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছেন জানিয়ে রাজভবনের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়, “দু-মাস তিনি (সি.ভি আনন্দ বোস) এই রাজ্যে এসেছেন। তাঁর মূল লক্ষ্য হল, ভারতের সংবিধান রক্ষা। আইনের শাসন বলবৎ রাখা এবং বাংলার মানুষের ভাল যাতে হয় তার দিকে নজর রাখা।” এপ্রসঙ্গে রাজ্যপালের তরফে আরও জানানো হয়, “পঞ্চায়েত ভোটে হিংসা বরদাস্ত নয়। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে ব্যবস্থা নিতে হবে। রাজ্য আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। পুনরায় আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। রাজ্যে নিয়ম মেনে লোকায়ুক্ত হয়নি” বলেও রাজভবনের তরফে জারি করা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, UGC-র নিয়ম মেনে রাজ্যপালই আচার্য থাকছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, এদিন মূলত ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে আলোচনা করতেই রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য বিজেপি সভাপতি। এত দুর্নীতির জন্যই কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলেও দাবি জানান তিনি।

রাজভবনের তরফে বিবৃতি প্রকাশ্যে আসার পরই শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যপাল সঠিক রাস্তায় ফিরে আসছেন। সংবিধানের রক্ষাকর্তা হিসাবে কাজ করুন। বিশ্বাস তিনি ট্র্যাকে ফিরে আসতে শুরু করেছেন।”

উল্লেখ্য, এদিন রাজভবনের তরফে বিবৃতি প্রকাশের ঘণ্টা দুয়েক পর সেটি মুছে দেওয়া হয় এবং আরেকটি বিবৃতি প্রকাশ করা হয়। যদিও প্রথম বিবৃতির সঙ্গে  দ্বিতীয়টির বক্তব্যে বিশেষ কোনও ফারাক নেই। কেবল ছেদ, যতিচিহ্নের পুনর্বিন্যাস করা হয়েছে বলে রাজভবনের তরফে জানানো হয়েছে।

Next Article
Winter Weather : মাঘ শেষেই শীতের বিদায়? কী বলছে হাওয়া অফিস?
Panchayat Election : বরাদ্দ ২ হাজার কোটি, গ্রামের বেহাল রাস্তাগুলির স্বাস্থ্য উদ্ধারে পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব