National Medical: মুখ্যমন্ত্রীর ধমকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ন্যাশনাল মেডিক্যালে আচমকা হাজির স্বাস্থ্যকর্তারা

National Medical College: মুখ্যমন্ত্রীর বৈঠকের পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার আচমকা ন্যাশনাল মেডিক্যাল কলেজে পরিদর্শনে মেডিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের দুই কর্তা।

National Medical: মুখ্যমন্ত্রীর ধমকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ন্যাশনাল মেডিক্যালে আচমকা হাজির স্বাস্থ্যকর্তারা
ন্যাশনাল মেডিক্যাল কলেজ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2022 | 11:47 PM

কলকাতা: সোমবার নবান্নে স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভরা বৈঠকে সবার সামনেই বিরক্তি প্রকাশ করেছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের উপর। প্রশ্ন তুলেছিলেন, হাসপাতাল পরিদর্শন নিয়ে। নাম নাম করে, পূর্বের স্বাস্থ্যসচিবের সঙ্গে কাজের তুলনাও টেনেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই অসন্তোষের পরের দিনই আচমকা পরিদর্শন ন্যাশনাল মেডিক্যাল কলেজে  (National Medical College)। মুখ্যমন্ত্রীর বৈঠকের পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার আচমকা ন্যাশনাল মেডিক্যাল কলেজে পরিদর্শনে মেডিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের দুই কর্তা।

এদিন রাত প্রায় সাড়ে আটটা নাগাদ ন্যাশনাল মেডিক্যাল কলেজ পরিদর্শনে যান দুই আধিকারিক। জরুরি বিভাগ, মেডিসিন, সার্জারি, স্ত্রীরোগ বিভাগ ঘুরে দেখেন তাঁরা। চিকিৎসক-নার্সের উপস্থিতি কেমন রয়েছে, ওষুধপত্র পর্যাপ্ত আছে কি না, সে সব বিষয়ে খোঁজখবর নেন তাঁরা। ঠারেঠোরে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, বর্তমান স্বাস্থ্যসচিবের প্রশাসক হিসেবে কোথায় কোথায় খামতি। অতীতে, মমতার আমলেরই প্রাক্তন স্বাস্থ্যসচিব অনিল বর্মা কীভাবে কাজ করতেন, সেই বিষয়টিও নাম না করে তুলে ধরেছিলেন তিনি। বলেছিলেন, কীভাবে তিনি নিজেই রোগীর লাইনে দাঁড়িয়ে পড়তেন।

বর্তমান স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকেও আচমকা হাসপাতাল পরিদর্শনে জোর দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তার পর সরকারি হাসপাতালগুলিতে আচমকা পরিদর্শনের যাত্রা শুরু হল ঠিক‌ই, তবে রোগীর পরিজন সেজে নয়, কর্তা সেজেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবার হাল পরখ করলেন দুই স্বাস্থ্য কর্তা।

উল্লেখ্য, গতকালের বৈঠকে রেফার রোগ নিয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেফার রোগ নিয়ে বলতে গিয়ে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম যে স্বাস্থ্য প্রশাসক হিসাবে তুলনায় দুর্বল সে কথাও বোঝাতে ছাড়েননি তিনি। বলেছিলেন, “নারায়ণ তুমি ভাল লোক।‌ কিন্তু তোমার চারপাশে যাঁরা আছেন তাঁরা‌ও তোমার উপরে ছড়ি ঘোরায়। একটু শক্ত হ‌ও।” এরপরই একধাপ এগিয়ে তৃণমূল সরকারের আমলেই এক প্রাক্তন স্বাস্থ্যসচিব কী ভাবে হাসপাতালগুলিতে আচমকা পরিদর্শনে হাজির হতেন, সেই প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। আর তারপরই রাজ্যের সরকারি হাসপাতালগুলির কেমন হাল হকিকৎ, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য কর্তাদের এই পরিদর্শন বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।