Weather Update: দিঘা হয়ে স্থলভাগে ঢুকে পড়ল অতি গভীর নিম্নচাপ, রাতভর ভারী বৃষ্টির পূর্বাভাস

| Edited By: | Updated on: Aug 19, 2022 | 11:18 PM

Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়।

Weather Update: দিঘা হয়ে স্থলভাগে ঢুকে পড়ল অতি গভীর নিম্নচাপ, রাতভর ভারী বৃষ্টির পূর্বাভাস
বৃষ্টি (প্রতীকী ছবি)

কলকাতা: বাংলা-বাংলাদশ-ওড়িশা উপকূলে সৃষ্ট গভীর নিম্নচাপ এখন অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার সন্ধ্যাতেই অতি গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের বালাসোর-সাগরদ্বীপের মধ্য দিয়ে অতিক্রম করার কথা রয়েছে। এরপর ধীরে ধীরে উত্ত-পশ্চিম দিকে সরতে থাকবে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রভাব পড়বে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়ে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 19 Aug 2022 09:04 PM (IST)

    শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা নেই

    শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সকাল পর্যন্ত উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। সকালের পর হাওয়ার গতি কমে আসবে। তবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি থাকছে।

  • 19 Aug 2022 08:31 PM (IST)

    রতভর চলবে বৃষ্টি, বইবে দমকা হওয়া

    শক্তিশালী নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি চলবে। বইবে দমকা বাতাস। উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ঘটনাচক্রে, এর আগের গভীর নিম্নচাপটিও স্থলভাগে ঢুকেছে দিঘা হয়েই।

  • 19 Aug 2022 08:31 PM (IST)

    সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে স্থলভাগে ঢুকে পড়ে নিম্নচাপটি

    দিঘা হয়ে স্থলভাগে ঢুকে পড়ল অতি গভীর নিম্নচাপ। সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে স্থলভাগে ঢুকে পড়ে নিম্নচাপটি। এরপর বাংলা-ওড়িশা-ঝাড়খণ্ড হয়ে এগোবে ছত্তীসগঢ়ের দিকে। ধীরে ধীরে দুর্বল হবে।

  • 19 Aug 2022 07:54 PM (IST)

    প্রতিকূল আবহাওয়ার কারণে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারল না বিমান

    প্রতিকূল আবহাওয়ার কারণে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করতে না পারায় তিনটি বিমান গুয়াহাটি, দুটি বিমান ভুবেনেশ্বর বিমানবন্দরে অবতরণ করানো হল।

  • 19 Aug 2022 07:14 PM (IST)

    মধ্যরাতে তীব্রতা বাড়বে ঝোড়ো হাওয়ার

    মধ্যরাতেই ঝোড়ো হাওয়ার তীব্রতা আরও বাড়বে বলে জানা যাচ্ছে।  পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে। 

  • 19 Aug 2022 07:03 PM (IST)

    ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া-হুগলি-কলকাতাতেও

    হাওড়া, হুগলির একাংশ, কলকাতার দক্ষিণ প্রান্তে বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।

  • 19 Aug 2022 06:52 PM (IST)

    দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা

    ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়।

  • 19 Aug 2022 06:52 PM (IST)

    দিঘা থেকে ১৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, ক্যানিং থেকে দেখলে ১২০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি

    শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে নিম্নচাপটি এখন দিঘা থেকে ১৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, ক্যানিং থেকে দেখলে ১২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব, সাগর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে।

Published On - Aug 19,2022 6:51 PM

Follow Us: