COVID 19: খানিক বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, কেমন আছে জেলাগুলি?

COVID 19: রবিবার মৃত্যু হয়েছে ২ জনের। রবিবার রাজ্যে দৈনিক করোনা পজিটিভিটির হার দাঁড়িয়েছে ৪.৭৮ শতাংশ।

COVID 19: খানিক বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, কেমন আছে জেলাগুলি?
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2022 | 10:18 PM

কলকাতা: শনিবার রাজ্যে করোনার (Corona infection) কবলে পড়েছিলেন ৪৬১ জন। মৃত্যু হয়েছিল ৩ জনের। রবিবার আক্রান্তের সংখ্যা খানিক বেড়ে হল ৪৭৯। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত করোনা বুলেটিনে এ তথ্য দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। রবিবার রাজ্যে দৈনিক করোনা (Coronavirus) পজিটিভিটির হার দাঁড়িয়েছে ৪.৭৮ শতাংশ। 

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে…

কলকাতা – রবিবার আক্রান্ত ১৫০। শনিবার আক্রান্ত ১৪১ জন।

উত্তর ২৪ পরগনা – রবিবার আক্রান্ত ৯১। শনিবার আক্রান্ত ৮১ জন। 

দক্ষিণ ২৪ পরগনা – রবিবার আক্রান্ত ৩২। শনিবার আক্রান্ত ২৯ জন। 

হাওড়া – রবিবার আক্রান্ত ২৭। শনিবার আক্রান্ত ২৮ জন। 

নদিয়া – রবিবার আক্রান্ত ৬। শনিবার আক্রান্ত ৬ জন। 

পশ্চিম বর্ধমান – রবিবার আক্রান্ত ২২। শনিবার আক্রান্ত ২৩ জন। 

পশ্চিম মেদিনীপুর- রবিবার আক্রান্ত ১৪। শনিবার আক্রান্ত ১৪১ জন। 

দার্জিলিং- রবিবার আক্রান্ত ৭। শনিবার আক্রান্ত ১১ জন। 

বীরভূম- রবিবার আক্রান্ত ১৯। শনিবার আক্রান্ত ২২ জন।

পূর্ব বর্ধমান- রবিবার আক্রান্ত ১৮। শনিবার আক্রান্ত ১৫ জন। 

পূর্ব মেদিনীপুর – রবিবার আক্রান্ত ৭। শনিবার আক্রান্ত ৭ জন। 

জলপাইগুড়ি – রবিবার আক্রান্ত ৯। শনিবার আক্রান্ত ১৩ জন। 

মুর্শিদাবাদ- রবিবার আক্রান্ত ৭। শনিবার আক্রান্ত ২ জন। 

মালদহ – রবিবার আক্রান্ত ১৭। শনিবার আক্রান্ত ৬ জন। 

উত্তর দিনাজপুর – রবিবার আক্রান্ত ৩। শনিবার আক্রান্ত ৯ জন। 

আলিপুরদুয়ার – রবিবার আক্রান্ত ২। শনিবার আক্রান্ত ২ জন। 

বাঁকুড়া – রবিবার আক্রান্ত ৪। শনিবার আক্রান্ত ৩ জন। শুক্রবার আক্রান্ত হয়েছেন ৩ জন। 

দক্ষিণ দিনাজপুর – রবিবার আক্রান্ত ৯। শনিবার আক্রান্ত ১৯ জন। 

পুরুলিয়া – রবিবার আক্রান্ত ৯। শনিবার আক্রান্ত ১০ জন। 

ঝাড়গ্রাম – রবিবার আক্রান্ত ০। শনিবার আক্রান্ত ১ জন। 

কোচবিহার – রবিবার আক্রান্ত ১। শনিবার আক্রান্ত ২ জন। 

কালিম্পং – রবিবার আক্রান্ত ০। শনিবার আক্রান্ত ১ জন। 

হুগলি – রবিবার আক্রান্ত ২৫। শনিবার আক্রান্ত ১৮ জন। 

COVID-19

দেখুন কোন জেলায় কত সংক্রমণ