Joynagar: ‘রাজ্য পুলিশ’কে ধন্যবাদ অভিষেক-মমতার, জয়নগরের রায়ের পরই জোরাল হল অপরাজিতা বিলের সওয়াল

Joynagar: মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল। পকসো ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। এই জঘন্যতম অপরাধে শাস্তি ৬২ দিনের মধ্যেই দিয়েছে বারুইপুর আদালত।"

Joynagar: 'রাজ্য পুলিশ'কে  ধন্যবাদ অভিষেক-মমতার, জয়নগরের রায়ের পরই জোরাল হল অপরাজিতা বিলের সওয়াল
রাজ্য পুলিশ, বিচারব্যবস্থাকে ধন্যবাদ মমতা-অভিষেকেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2024 | 8:37 PM

কলকাতা: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায়ের দোষীসাব্যস্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিল বারুইপুর পকসো আদালত। ঘটনার ৬১ দিনের মাথায় সাজা ঘোষণা  । তিনটি ধারায় মুস্তাকিনকে ফাঁসির সাজা দেওয়া হল। বাকি একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পকসো আদালত।

মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল। পকসো ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। এই জঘন্যতম অপরাধে শাস্তি ৬২ দিনের মধ্যেই দিয়েছে বারুইপুর আদালত।”

রাজ্য পুলিশকে কৃতিত্ব দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “মাত্র দুই মাসের মধ্যে এমন একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং মৃত্যুদণ্ড দেওয়া রাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। এই অসামান্য কৃতিত্বের জন্য আমি রাজ্য পুলিশ এবং প্রসিকিউশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানাই। মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রতি সরকারের শূন্য সহনশীলতা রয়েছে এবং ন্যায়বিচার যাতে বিলম্বিত বা অস্বীকৃত না হয় তা নিশ্চিত করতে থাকবে।”

সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিষেক বলেন,  “যৌন অপরাধের ক্ষেত্রে ন্যায়বিচার হতে হবে দ্রুততার সঙ্গে। বারুইপুরের পকসো আদালত জয়নগরে একটি নাবালিকাকে ভয়ঙ্কর ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে। অভূতপূর্ব ৬১ দিনের মধ্যে রায় দিয়েছে।”

অভিষেকও রাজ্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। পুলিশ সুপার পলাশ ঢালির নাম বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। তাঁর নেতৃত্বেই সিট ২৫ দিনের মধ্যে চার্জশিট দাখিল করেছে।  অপরাজিতা বিলের কথা উল্লেখ করে তাঁর লক্ষ্যও স্পষ্ট করেছেন। তিনি বলেন, “পরবর্তী বড় পদক্ষেপ হল অপরাজিতা অ্যান্টি-রেপ বিলের দেশব্যাপী বাস্তবায়ন। এই শক্তিশালী আইন এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার একমাত্র উপায়।”

বারুইপুর আদালতের রায় ঘোষণার পরই রাজ্য পুলিশ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে।  তিনি বলেন, ‘‘মেয়েটি আর ফিরবে না। কিন্তু যে অভূতপূর্ব দ্রুততায় তাকে এবং তার পরিবারকে আমরা ‘জাস্টিস’ দিতে পেরেছি, দীর্ঘ দিন বিচারহীন থাকতে হয়নি, এটুকুই আমাদের সান্ত্বনা, আমাদের প্রাপ্তি।’’

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই নাবালিকা। মেয়ে বাড়ি না-ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। তারপর ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। তারপরই প্রকাশ্যে আসে সেই নৃশংস সত্য।

ঠিক কোন কোন কারণে পড়ছে ভারতের বাজার?
ঠিক কোন কোন কারণে পড়ছে ভারতের বাজার?
আমেরিকান সংস্থার সঙ্গে চুক্তি, নতুন সংস্থা তৈরির জন্য বিনিয়োগ অম্বানীর
আমেরিকান সংস্থার সঙ্গে চুক্তি, নতুন সংস্থা তৈরির জন্য বিনিয়োগ অম্বানীর
ভোল্টাসে হু হু করে বিক্রি হচ্ছে অংশীদারিত্ব, ধস নামবে শেয়ারের দামে?
ভোল্টাসে হু হু করে বিক্রি হচ্ছে অংশীদারিত্ব, ধস নামবে শেয়ারের দামে?
আপার সার্কিট হিট করেই হুড়মুড়িয়ে পড়ল এমটিএনএল!
আপার সার্কিট হিট করেই হুড়মুড়িয়ে পড়ল এমটিএনএল!
মার্কেট পড়লেই তুলে নেবেন মিউচুয়াল ফান্ডে থাকা আপনার সমস্ত বিনিয়োগ?
মার্কেট পড়লেই তুলে নেবেন মিউচুয়াল ফান্ডে থাকা আপনার সমস্ত বিনিয়োগ?
সম্পদ বিক্রি করে ঋণ মিটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা!
সম্পদ বিক্রি করে ঋণ মিটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা!
ডিপসিকে 'না' কেন্দ্রের, চিনা আগ্রাসন ঠেকাতে নয়া পদক্ষেপ ভারতের!
ডিপসিকে 'না' কেন্দ্রের, চিনা আগ্রাসন ঠেকাতে নয়া পদক্ষেপ ভারতের!
আকাশ ছুঁল বাজাজ, মাহিন্দ্রা! প্রত্যাশা ছাপিয়ে রিটার্ন দিচ্ছে এই সংস্থা
আকাশ ছুঁল বাজাজ, মাহিন্দ্রা! প্রত্যাশা ছাপিয়ে রিটার্ন দিচ্ছে এই সংস্থা
"সাব্বির আলি পেটালে কি বিভেদের রাজনীতি হয়ে যায়?": মদন মিত্র
"যদিও ধর্ষণটা যদি পরস্পরের সম্মতিতে করে তাহলে আইনের বিপক্ষে যায় না"