Partha Chatterjee: পার্থর নাম শুনেই কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলে উঠলেন…

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 12, 2025 | 11:47 PM

Partha Chatterjee: সদ্য় ঘরে ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। ফিরেই বিভিন্ন সংবাদমাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন তিনি। আগের মতোই একই রকম গর্বিত তিনি। দীর্ঘদিনের রাজনীতিবিদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বেহালা পশ্চিমের বিধায়ক দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন অকপটে।

এত দিন পর বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। বরণ করে ঘরে ঢোকানো হয়েছে তাঁকে। প্রায় সাড়ে তিন বছর পর জামিনে মুক্ত হয়েছেন তিনি। তিনি যে দলেই আছেন, সে কথাও পার্থর কথায় স্পষ্ট। দলের তরফে এখনও পর্যন্ত তাঁকে নিয়ে খুব বেশি মুখ খোলেননি কেউ। কিন্তু পার্থর নাম শুনে যেভাবে প্রতিক্রিয়া দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তা অবাক করার মতো।

পার্থর ব্যাপারে প্রশ্ন করা হতেই দ্রুত হাত নেড়ে কল্যাণ বলে উঠলেন, ‘এসব ব্যাপারে আমি কিছু বলব না।’ অনেকটা এড়িয়ে গেলেন প্রশ্ন। আগামিদিনে দল পার্থর ব্যাপারে কী অবস্থান নেয়, সেটাই দেখার।