থানায় দৌড়ে আসেন বিধ্বস্ত তরুণী, ফাঁস করলেন রাজারহাটের অভিজাত আবাসনের ভিতরের কীর্তি!

শর্মিষ্ঠা চক্রবর্তী

শর্মিষ্ঠা চক্রবর্তী |

Updated on: Jan 10, 2021 | 2:19 PM

শনিবার রাতে নারায়ণপুর থানায় আচমকাই এক তরুণী দৌড়ে আসেন। তাঁকে দেখে বিধ্বস্ত বলে মনে হচ্ছিল। তিনি প্রাথমিকভাবে গোটা ঘটনা পুলিসকে জানান।

থানায় দৌড়ে আসেন বিধ্বস্ত তরুণী, ফাঁস করলেন  রাজারহাটের অভিজাত আবাসনের ভিতরের কীর্তি!
নিজস্ব চিত্র

কলকাতা: নজর রাখত দিন আনা দিন খাওয়ার পরিবারের অল্প বয়সের মেয়েদের ওপর। প্রথমে আলাপ জমাত, তারপর বন্ধুত্ব কিংবা প্রেম। এরপর মোটা মাইনের চাকরির টোপ দিত। ‘বন্ধু’, ‘প্রেমিক’এর ওপর ভরসা রেখে নিজের গ্রাম ছেড়ে পাড়ি দিতেন ওঁরা। তারপর তাঁদের ঠাঁই হত শহরের বিভিন্ন পানশালায় কিংবা যৌনপল্লিতে।

এরকমই এক ঘটনার তদন্তে নেমে দুই পাঞ্জাবি তরুণীকে উদ্ধার করল নারায়ণপুর থানার পুলিস (Narayanpur Police Station)। গ্রেফতার করা হয়েছে ২ যুবককে। পুলিস জানিয়েছে, শনিবার রাতে নারায়ণপুর থানায় আচমকাই এক তরুণী দৌড়ে আসেন। তাঁকে দেখে বিধ্বস্ত বলে মনে হচ্ছিল। তিনি প্রাথমিকভাবে গোটা ঘটনা পুলিসকে জানান।

ওই তরুণীর বয়ান অনুযায়ী, তাঁকে ও তাঁর মত আরও অনেককেই রাজারহাটের একটি অভিজাত আবাসনে আটকে রাখা হয়েছে। তাঁকে জোর করে বিভিন্ন পানশালায় নাচতে ও যৌনকর্মী হিসাবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাঁরা তাতে রাজি না হলেই প্রচণ্ড অত্যাচার করা হচ্ছে। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে রবিবার ভোরে ওই বহুতল আবাসনে অভিযান চালায় পুলিস।

সেখানে থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সুনীত শর্মা ওরফে যুগ্ন এবং প্রশান্ত মাইতি নামে দুই যুবককে। তারা দুজনেই কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। চাকরির টোপ দিয়েই তাঁরা ওই তরুণীদের ভিন রাজ্য থেকে কলকাতায় এনেছিল বলে জেরায় স্বীকার করেছে।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে আলাপ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে ‘অপহরণ’

ধৃতদের আজ বারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিস। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তার খোঁজে চলছে তল্লাশি।

Latest News Updates

Related Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla