মাসিক বৈঠকে প্রত্যেক থানার আধিকারিকদের কঠোর নির্দেশিকা, নজরে প্রাতঃভ্রমণকারীদের নিরাপত্তা
Kolkata Morning Walker's Safety: ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে কড়া পদক্ষেপ করা হয়েছে। মাসিক ক্রাইম মিটিংয়ে প্রত্যেকটি থানায় আধিকারিকদের কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে।
কলকাতা: শহর কলকাতায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার হতে হচ্ছে প্রাতঃভ্রমণকারীদের। এবার প্রাতঃভ্রমণকারীদের নিরাপত্তার খাতিরে কলকাতার সমস্ত থানা এলাকার বিভিন্ন পার্ক ও রাস্তায় পুলিশি নিরাপত্তা ও টহলদারি চালানোর নির্দেশ দিলেন পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner)।
ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে কড়া পদক্ষেপ করা হয়েছে। মাসিক ক্রাইম মিটিংয়ে প্রত্যেকটি থানায় আধিকারিকদের কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে প্রাতঃভ্রমণকারীদের জন্য সকাল থেকে মোতায়েন বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। প্রাতঃভ্রমণ করার ফাঁকে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
প্রাতঃভ্রমণকারীদের নিরাপত্তা খতিয়ে দেখতে রবিবার সকালে আচমকাই ময়দানে পুলিশ কমিশনার সৌমেন মিত্র। ছিলেন গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা ও ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। প্রাতঃভ্রমণ করার ফাঁকে গোটা বিষয়টি খতিয়ে দেখেন তাঁরা। কথা বলেন অনান্য প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও।
গত বুধবার ময়দানের প্রাতঃভ্রমণকারীর উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় এখনও আতঙ্ক রয়েছে। অন্যান্য প্রাতঃভ্রমণকারীদের মধ্যে আজও আতঙ্কের ছাপ স্পষ্ট। বৃহস্পতিবার সকালে ময়দানের (Maidan) ছবিটা অন্যরকম। ছিনতাইয়ের ঘটনার পর আজ পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে ময়দান অঞ্চলে। চলছে পুলিশি টহলদারিও।
প্রাতঃভ্রমণকারীদের বক্তব্য, ছিনতাই আর হামলার ঘটনায় তাঁরা আতঙ্কিত এখনও। অনেকেই বুধবারের ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারেননি। অনেকে হাঁটতেই আসছেন না। প্রাতঃভ্রমণকারীরা বলছেন, তাঁদের নিরাপত্তার জন্য পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা হোক। রবীন্দ্র সরোবরে পুলিশি নিরাপত্তা কিছুটা থাকে প্রয়োজনে আরও বাড়ানোর কথা ভাবতে হবে প্রশাসনকে।
প্রশাসন কড়া পদক্ষেপ করে। তারই ভিত্তিতে প্রাতঃভ্রমণের ফাঁকেই আজ ময়দানে পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন পুলিশ কমিশনার। সঙ্গে ছিলেন উচ্চ পদস্থ কর্তারাও। আরও পড়ুন: মমতার পথে কাঁটা বিছোতেই কি আগের রাতে দিল্লিতে বিজেপি বিধায়করা? জোর চর্চা