কলকাতা: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল বাঘাযতীনে (Baghajatin)। মেট্রো প্রকল্পের কাজ চলায় সময়ে উল্টে গেল ক্রেন।
শুক্রবার দুপুরে গড়িয়া থেকে এয়ারপোর্টগামী এলাকায় রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রেন শিফটিংয়ের সময় আচমকাই দুর্ঘটনা ঘটে। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে পড়ে যায় ক্রেনটি। পুরো ক্রেনটাই উল্টে যায়। সেসময় দুর্ঘটনা ঘটে। কোনওভাবে লাফ দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হন চালক।
তবে ক্রেনটি যদি সামনের দিকে না পড়ে কোনও এক পাশে পড়ত, তাহলে বড় দুর্ঘটনা ঘটত। কারণ গোটা চত্বরেই ছড়িয়ে ছিটিয়ে ছিলেন কর্মীরা। তাঁরা কাজে ব্যস্ত ছিলেন। আচমকাই এই দুর্ঘটনায় স্তম্ভিত তাঁরাও।
তবে ক্রেন উল্টে যাওয়ার মত ঘটনা সচরাচর হয় না বলেই জানালেন কর্মীরা। কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।