Kunal Ghosh: ‘দম শেষ, পুরোটাই দিল্লির জেঠুদের উপর দাঁড়িয়ে’, বিজেপির পুজো নিয়ে কটাক্ষ কুণালের

Kunal Ghosh: শনিবার সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, 'ভারতীয় জনতা পার্টি শুনলাম একটি হল ভাড়া করে পুজো করছে। এটা পশ্চিমবঙ্গ। এখানে হল ভাড়া করে পুজো! হল ভাড়া তো শ্রাদ্ধে হবে, বিয়েতে হবে। এটা হল বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা। আসলে বিজেপি নেতাদের নিজেদের পাড়ায়, ক্লাবে, কোনও যোগাযোগ নেই। সেই কারণে পুজো করতে গেলে হল ভাড়া করতে হয়।'

Kunal Ghosh: 'দম শেষ, পুরোটাই দিল্লির জেঠুদের উপর দাঁড়িয়ে', বিজেপির পুজো নিয়ে কটাক্ষ কুণালের
কুণাল ঘোষ। ছবি ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2022 | 4:26 PM

কলকাতা: বঙ্গ বিজেপির দুর্গাপুজো এবার তৃতীয় বছরে পড়ল। প্রথমে জল্পনা ছিল যে হয়ত উদ্বোধনে আসবেন অমিত শাহ। তারপর একে-একে নাম উঠে আসে নরেন্দ্র মোদী থেকে জিপি নাড্ডার মতো হেভিওয়েট নেতাদের। কিন্তু শেষমেশ দেখা গেল এলেন না কেউই। ঢাক বাজিয়ে পুজোর উদ্বোধন করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সল্টলেকের ইজেডসিসি-তে শুভ সূচনা হল পুজোর। তবে ‘জৌলুসহীন’ এই পুজোকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বললেন, ‘বিজেপির দম শেষ, পুজো শেষ। পুরোটাই দিল্লির জেঠুদের দমের  উপর দাঁড়িয়ে। এরপর কোনওদিন শুনবেন দিল্লিতে পুজো করেছে।’

শনিবার সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, ‘ভারতীয় জনতা পার্টি শুনলাম একটি হল ভাড়া করে পুজো করছে। এটা পশ্চিমবঙ্গ। এখানে হল ভাড়া করে পুজো! হল ভাড়া তো শ্রাদ্ধে হবে, বিয়েতে হবে। এটা হল বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা। আসলে বিজেপি নেতাদের নিজেদের পাড়ায়, ক্লাবে, কোনও যোগাযোগ নেই। সেই কারণে পুজো করতে গেলে হল ভাড়া করতে হয়।’

এরপর তিনি বলেন, ‘এর আগে যাঁর নামে পুজোয় সংকল্প ছিল তিনি তৃণমূলে চলে এসেছেন। ফলে পুজোর ভিত্তি ভবিষ্যৎ অনিশ্চিত। জনসংযোগ ছিল নেই বলেই হল ভাড়া করেন পুজো করতে হয়।’ এরপর দিলীপ ঘোষকে ট্রেনি সভাপতি কটাক্ষ করে কুণালের বক্তব্য, ‘দিলীপবাবু নাকি বলেন পার্টির কাজ পুজো উদ্বোধন করা নয়। রাজনৈতিক দল পুজো করে নাকি? আসলে রাজনৈতিক দলের যাঁরা সদস্য, নেতা তাঁরা ক্লাবে-ক্লাবে যান পুজো করেন।’ পরে তীব্র কটাক্ষের সুরে বলেন, ‘বিজেপির দম শেষ পুজো শেষ, পুরোটাই দিল্লির জেঠুদের দমের  উপর দাঁড়িয়ে। এরপর কোনওদিন শুনবেন দিল্লিতে পুজো করেছে।’

প্রসঙ্গত, গত দু’বছরে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টরে বিজেপির দুর্গাপুজো ঘিরে ছিল সাজো সাজো রব। প্রথমবার ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরের বছর এসেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু এবারের পুজো জৌলুসহীন হয়ে পড়েছে। নেই কোনও হেভিওয়েটের দেখা। কার্যত সেই বিষয়কেই কটাক্ষ করেন কুণাল।

বিজেপি-র পুজো শুরুর প্রেক্ষাপট

সালটা ২০২১। সামনে নির্বাচন। বিধানসভা ভোটের আগে বাঙালির মন জয়ে কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, মুকুল রায়ের হাত ধরে শুভ সূচনা হয় দুর্গাপুজোর পুজোর। যদিও, সেই সময় থেকেই বিষয়টি নিয়ে বেঁকে বসেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য ছিল কোনও  রাজনৈতিক দলের কাজ নয় পুজো করা। এ দিন সেই বিষয়টিকে কটাক্ষ করেন কুণাল।