Maheshtala Body: মহেশতলায় ডোবার মধ্যে কিছু একটা ভাসছিল, সন্দেহ সত্যি হল পড়শিদের

Maheshtala Body: মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয় তদন্ত শুরু করেছে রবীন্দ্র নগর থানার পুলিশ।

Maheshtala Body: মহেশতলায় ডোবার মধ্যে কিছু একটা ভাসছিল, সন্দেহ সত্যি হল পড়শিদের
মহেশতলায় দেহ উদ্ধার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2022 | 9:43 AM

 কলকাতা: কচুরিপানা ভর্তি ডোবা। তার মধ্যে কিছু একটা পড়ে থাকলে সহজে চোখে পড়ার কথা নয়। তবে পা দুটো শক্ত হয়ে হাঁটুর অংশটা জলের ওপর বেরিয়ে ছিল। তাতেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা খবর দেন থানায়। পুলিশ গিয়ে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাতেই অনুমান সত্যি। ডোবা থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। রবীন্দ্রনগর থানার মহেশতলা পৌরসভার ১০ নম্বক ওয়ার্ডের কালীনগর এলাকা থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি।  তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীনগর এলাকায় বেশ কিছুদিন ধরেই দুর্গন্ধ বের হচ্ছিল এলাকায়। প্রথমটায় বিশেষ আমল দেননি তাঁরা। পরে দেখা যায়, ডোবার মধ্যে কিছু একটা পড়ে রয়েছে। সেটা দেখেই পুলিশে খবর দেন তাঁরা।  স্থানীয় বাসিন্দারা রবীন্দ্রনগর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে দেখে প্রাথমিকভাবে চিনতে পারেননি।   তাঁকে শণাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ওই ব্যক্তি রাতে হয়তো চুরি করতে এসেছিলেন। কোনওভাবে ডোবায় পড়ে গিয়েছেন। সেখানেই মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।