Na Bollei Noy: নেতাদের দল বদল থেকে মেট্রোর উদ্বোধন নিয়ে রাজনৈতিক তরজা! যে কথা ‘না বললেই নয়’

এত বড় একটা ঘটনা ঘটল, আর তাতে রাজনীতি থাকবে না?

Na Bollei Noy: নেতাদের দল বদল থেকে মেট্রোর উদ্বোধন নিয়ে রাজনৈতিক তরজা! যে কথা ‘না বললেই নয়’
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2022 | 3:59 PM

কলকাতা: নেতারা অক্ষরে অক্ষরে মানেন, যত মত তত পথ। চোখের পলক ফেলার আগেই তাঁদের মত এবং পথ বদলে যেতে পারে। অত তাড়াতাড়ি বোধহয় গিরগিটিও রং বদলাতে পারে না। নেতাদের এই উল্টে দেখুন- পাল্টে গিয়েছি ভাবমূর্তি দিন দিন উজ্জ্বল হচ্ছে। দলে থেকে কাজ করতে না পারার ভাইরাস খুব ছোঁয়াচে। শুধু বাংলায় নয়। গোয়া থেকে গুজরাতেও ভেসে বেড়াচ্ছে। এমনি এমনি কি আর বঙ্গ বিজেপির নেতারা মুচকি হাসেন, আর বলেন MY PARTY STRONGEST! মহারাষ্ট্রে শিবসেনাকে ঘেঁটে দেওয়ার পর অপারেশন লোটাসের গন্ধ পাওয়া যাচ্ছে আরও দুই জায়গায়। গোয়া এবং গুজরাতে বিজেপি না কি দল ভাঙাচ্ছে। আর দুই রাজ্যেই কংগ্রেস নেতারা না কি ছড়া কাটছেন, হারাধনের দশটি ছেলে, রইল বাকি…!!!

এই আয়ারাম গয়ারামদের রাজনীতির মাঝেই, রেল কাম ঝমাঝম। রেল মানে মেট্রো রেল। ফুলবাগান থেকে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন হয়ে গেল আজ। আর দুটো দিন সবুর করার পর, সামনের বৃহস্পতিবার থেকে সওয়ারি-সহ সেক্টর ফাইভ থেকে সাঁ করে শিয়ালদহ যাতায়াত করবে সাধের মেট্রো। এত বড় একটা ঘটনা ঘটল, আর তাতে রাজনীতি থাকবে না? কী মুশকিল, রাজনীতি ছাড়া কিছু হয় না কি! শেষমুহূর্তে আমন্ত্রণ জানালেও রেলের চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না বলে তৃণমূলের অভিযোগ। ব্যাস, শুরু হয়ে গেছে নারদ নারদ। জনসেবার ক্ষীরটুকু চেটেপুটে কে কতটুকু খাবে, তাই নিয়ে পদ্মে-ঘাসফুলে ভীষণ ঝগড়া হচ্ছে।

এই সব খবরাখবরই দেওয়া-নেওয়া হবে। যে কথাগুলো না বললেই নয়, সেই কথা হবে টিভি নাইন বাংলায়। সময়? রাত ৮.৫৭।