NIA Probe: বারুদের স্তূপ হয়ে উঠছে বাংলা? বোমা উদ্ধারের তদন্তে এবার আসরে NIA

NIA: বীরভূম ও মুর্শিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনার তদন্তে নেমেছ এনআইএ।

NIA Probe: বারুদের স্তূপ হয়ে উঠছে বাংলা? বোমা উদ্ধারের তদন্তে এবার আসরে NIA
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2022 | 6:25 PM

কলকাতা: বীরভূমের মহম্মদবাজার এলাকা থেকে বিস্ফোরক উদ্ধারের (Birbhum Explosive Recovery) ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। জোর চর্চা চলছে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে। এবার ওই ঘটনার তদন্তভার নিজেদের হাতে নিল এনআইএ (National Investigation Agency)। শুধু মহম্মদবাজার এলাকাই নয়, এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় বিস্ফোরক উদ্ধার (Murshidabad Explosive Recovery) হয়েছে, সেই ঘটনারও তদন্তভার নিয়েছে এনআইএ। বুধবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে এফআইআর করেছে এনআইএ। উল্লেখ্য, রাজ্যের একাধিক জেলায় সাম্প্রতিক সময়ে একাধিক বার বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। তা নিয়ে বার বার রাজ্যের শাসক শিবিরের দিকে আঙুল তুলেছে বিরোধী দলগুলি। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। সম্প্রতি টিটাগড়ে একটি স্কুলের ছাদেও বোমা মারার অভিযোগ উঠেছে, সেই নিয়েও এখনও তপ্ত রাজ্য রাজনীতি।

উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলগুলি এই নিয়ে বার বার আক্রমণ শানিয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ জেলা সহ একাধিক জায়গা সাম্প্রতিক অতীতে বোমা উদ্ধার হয়েছে। কখনও সিনেমা হলের সামনে, কখনও আবার খড়ের গাদা… আবার কখনও পরিত্যক্ত কুয়োর ভিতর থেকে উদ্ধার হয়েছে বোমা। এই নিয়ে বেশ সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীরা খোঁচা দিয়ে বলছে, বারুদের স্তূপের উপর বসে রয়েছে বাংলা।

প্রসঙ্গত, বগটুইয়ের ঘটনার পর সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গ্রামে দাঁড়িয়েই বোমা উদ্ধার নিয়ে রাজ্য পুলিশকে সতর্ক করে  দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতার সেই কড়া বার্তার পর সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছিল রাজ্য পুলিশকেও। জেলায় জেলায় বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছিল। বিশেষ করে পঞ্চায়েত ভোটের আগে এভাবে জায়গায় জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছিল চারিদিকে। সরব হয়েছিল বিরোধী দলগুলিও। এবার মুর্শিদাবাদের বেলডাঙা এবং বীরভূমের মহম্মদবাজার এলাকা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ। আগামী দিনে এই দুই জায়গায় বিস্ফোরক উদ্ধারের তদন্ত প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়, সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের।