COVID 19: কাটছে উদ্বেগ, বাংলায় কমছে করোনা আক্রান্তের সংখ্যা

COVID 19: বুধবার রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫। মঙ্গলবারও মৃতের সংখ্যা ছিল একই। অন্যদিকে এদিন পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৫.৫৯ শতাংশ।

COVID 19: কাটছে উদ্বেগ, বাংলায় কমছে করোনা আক্রান্তের সংখ্যা
পাড়ায় পাড়ায় চলছে নমুনা সংগ্রহ। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2022 | 7:54 PM

কলকাতা: মঙ্গলবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (Corona infected number) ছিল ৫২৫। বুধবার তাও আরও খানিকটা কমে গেল। বুধবার রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯। অন্যদিকে এদিন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫। মঙ্গলবারও মৃতের সংখ্যা ছিল একই। অন্যদিকে এদিন পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৫.৫৯ শতাংশ। 

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে…

কলকাতা – বুধবার আক্রান্ত ১৫৩ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। 

উত্তর ২৪ পরগনা – বুধবার আক্রান্ত ১২৭ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১১১ জন।

দক্ষিণ ২৪ পরগনা – বুধবার আক্রান্ত ২৪ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। 

হাওড়া – বুধবার আক্রান্ত ২১ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ২১ জন। 

নদিয়া – বুধবার আক্রান্ত ১১ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৩ জন। 

পশ্চিম বর্ধমান – বুধবার আক্রান্ত ৩২ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৩০ জন। 

পশ্চিম মেদিনীপুর- বুধবার আক্রান্ত ১৫ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১১ জন। 

দার্জিলিং- বুধবার আক্রান্ত ৯ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১১ জন। 

বীরভূম- বুধবার আক্রান্ত ১৬ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ২৫ জন। 

পূর্ব বর্ধমান- বুধবার আক্রান্ত ১৪ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ২২ জন। 

পূর্ব মেদিনীপুর – বুধবার আক্রান্ত ১ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ২ জন। 

জলপাইগুড়ি – বুধবার আক্রান্ত ৮ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১৭ জন। 

মুর্শিদাবাদ- বুধবার আক্রান্ত ৫ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ২ জন। 

মালদহ – বুধবার আক্রান্ত ১৪ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১৫ জন। 

উত্তর দিনাজপুর – বুধবার আক্রান্ত ১০ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১২ জন। 

আলিপুরদুয়ার – বুধবার আক্রান্ত ৩ জন। মঙ্গলবার আক্রান্ত ০। 

বাঁকুড়া – বুধবার আক্রান্ত ৩ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৪ জন। 

দক্ষিণ দিনাজপুর – বুধবার আক্রান্ত ৬ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৫ জন। 

পুরুলিয়া – বুধবার আক্রান্ত ১৭ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৬ জন। 

ঝাড়গ্রাম – বুধবার আক্রান্ত ৩ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৩ জন। 

কোচবিহার – বুধবার আক্রান্ত ৩ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৫ জন। 

কালিম্পং – বুধবার আক্রান্ত ১ জন। মঙ্গলবার আক্রান্ত ০। 

হুগলি – বুধবার আক্রান্ত ২৩ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ২৮ জন।