SIR in Bengal: দু’হাজার থেকে একেবারে দুইয়ে, এক সপ্তাহের মাথায় বিরাট সংশোধন কমিশনের
West Bengal SIR: এসআইআর পর্বে আরও একটি তথ্য় তুলে ধরেছিল নির্বাচন কমিশন। তারা জানিয়েছিল, রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ২ হাজার ২০৮টি বুথে ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম জমা পড়েছে। অর্থাৎ ওই সব বুথে নেই কোনও মৃত, স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট ভোটার।

কলকাতা: সম্ভাব্য বাদের তালিকায় বাড়ছে ভোটারের সংখ্য়া। এখনও পর্যন্ত আন-কালেক্টেবল ফর্মের সংখ্য়া পেরিয়ে গিয়েছে ৫৬ লক্ষের গন্ডি। সুতরাং সোমবার সন্ধ্য়া পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বলা যেতে পারে, খসড়া তালিকা থেকে বাদ পড়ছে এতগুলি ভোটারের নাম। কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত এই আন-কালেক্টেড ফর্মের সংখ্যা মোট ৫৬ লক্ষ ৩৭ হাজার ৭৩১। যার মধ্য়ে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ভোটাররা।
কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্য়জুড়ে মৃত ভোটারের হদিশ মিলেছে মোট ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৫ জন। স্থানান্তরিত হয়েছেন ১৯ লক্ষ ৬৪ হাজার ৬২৯ জন। নিখোঁজ ১০ লক্ষ ৯৪ হাজার ৭১০ জন। এই সম্ভাব্য় বাদের তালিকায় থাকা ৫৬ লক্ষের পরিসংখ্য়ান প্রদানের সময় অন্যান্য ক্য়াটাগরিতে ৪৬ হাজার ৮৩২ জন ভোটারকে রেখেছে নির্বাচন কমিশন। কিন্তু এই অন্যান্য ক্যাটাগরি ঠিক কী ভিত্তিতে তৈরি তা স্পষ্ট নয়।
সম্প্রতি, এসআইআর পর্বে আরও একটি তথ্য় তুলে ধরেছিল নির্বাচন কমিশন। তারা জানিয়েছিল, রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ২ হাজার ২০৮টি বুথে ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম জমা পড়েছে। অর্থাৎ ওই সব বুথে নেই কোনও মৃত, স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট ভোটার। তবে সোমবার সেই সংখ্যা সংশোধন করে নিয়েছে কমিশন। এক সপ্তাহের মাথায় ২ হাজার নেমে এসেছে দুইয়ে।
রাজ্য়ে আসবেন আরও পর্যবেক্ষক
কমিশনের ‘স্পেশাল ১৩’-এর দল ভারী। রাজ্যের ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজে আরও পর্যবেক্ষক নিযুক্ত করল জাতীয় নির্বাচন কমিশন। সম্প্রতি এসআইআর-এর দ্বিতীয় পর্যায় চলা ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ১৮ জন পর্যবেক্ষক নিযুক্ত করেছে কমিশন। যার মধ্যে বাংলার জন্য নিযুক্ত হয়েছে মোট পাঁচ জন পর্যবেক্ষক। শীঘ্রই দায়িত্বগ্রহণ করবেন তাঁরা।
