হাওড়া পুরসভায় দ্রুত নির্বাচন চেয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

এর আগেও একাধিক সময় নানা পুরসভায় প্রশাসক নিয়োগ হয়েছে। তবে এতটা লম্বা সময় জুড়ে প্রশাসক নিয়োগের নজির নেই। ২০১৮ সালে পুর বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর থেকে এখনও পর্যন্ত প্রশাসক বসানো রয়েছে পুরসভাগুলিতে।

হাওড়া পুরসভায় দ্রুত নির্বাচন চেয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 04, 2021 | 5:10 PM

কলকাতা: রাজ্যের অন্যান্য পুরসভার পাশাপাশি হাওড়া পুরসভা (Howrah Municipality) নির্বাচনও আটকে রয়েছে। সেই নির্বাচন দ্রুত করার দাবি তুলে এদিন হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা (PIL) করল হাওড়া জেলা সিপিআইএম। মামলা দায়ের করেন মসিরুদ্দিন শেখ নামের এক সিপিআইএম কর্মী। যেখানে দ্রুত নির্বাচন করার দাবি তোলা হচ্ছে।

একাধিক জেলায় দ্রুত পুরভোট করানোর দাবিতে সরব হয়েছে বাম নেতৃত্ব। এই জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে, ইতিমধ্যে একাধিকবার প্রশাসক বদল হয়েছে হাওড়া পুরসভায়। কিন্তু পুরভোট না হাওয়ার দরুণ নাগরিক পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি, বাজেট ছাড়াই টাকা খরচ হচ্ছে বলেও দাবি। তাই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচনের দাবি জানানো হয়েছে। সম্ভবত মঙ্গলবার মামলাটির শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

এর আগেও একাধিক সময় নানা পুরসভায় প্রশাসক নিয়োগ হয়েছে। তবে এতটা লম্বা সময় জুড়ে প্রশাসক নিয়োগের নজির নেই। ২০১৮ সালে পুর বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর থেকে এখনও পর্যন্ত প্রশাসক বসানো রয়েছে পুরসভাগুলিতে।

আরও পড়ুন: বোর্ড ভাঙা অবধি সিদ্ধান্ত রাজ্যেরই, সৌমেন্দু মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ

প্রসঙ্গত, অন্যান্য পুরসভায় প্রশাসক বসানোর নিয়ম থাকলেও কলকাতা পুরসভার ক্ষেত্রে তা ছিল না। যা নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে দায়ের হয়েছিল এবং পরবর্তী সময় সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। এরপর গত মাসেই রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ভোটার তালিকা প্রকাশ হওয়ার ছয় সপ্তাহের মধ্যেই নির্বাচন করতে তারা প্রস্তুত। জানুয়ারি মাসের ১৫ তারিখ চূড়ান্ত ভোটার প্রকাশ পাওয়ার কথা। ফলে মার্চ মাসের শুরুতেই কলকাতা পুরভোট হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ‘দেশের সেবা’ করবেন সৌরভ, জল্পনা উস্কে মন্তব্য অনুরাগ ঠাকুরের