Electrocuted to Death: অষ্টমীর সন্ধ্যায় শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পপকর্ন বিক্রেতার
Electrocuted to Death: সাম্প্রতিককালে একাধিকবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে শহরে। এবার পুজোর মধ্যেও ফের একই ঘটনা।
কলকাতা : পুজোর সন্ধ্যায় দুঃসংবাদ। ফের শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। নিউ টাউন এলাকার ঘটনা। পপকর্ন বিক্রির জন্য স্টল দিয়েছিলেন তিনি। আর সেই স্টলে আলো লাগবে বলে হুকিং বা বিদ্যুৎ চুরি করার চেষ্টা করছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
নিউ টাউনের ইকো পার্ক থানা এলাকার ঘটনা। পুজোর কটা দিন একটু উপরি আয়ের চেষ্টা করেন অনেকেই। সেই কারণেই রাস্তার ওপর পপকর্ন বিক্রি করতে গিয়েছিলেন কৌশিক সরকার নামে ওই ব্যক্তি। হেলাবটতলার কাছে বেশ কয়েকটি ছোট বড় মন্দির রয়েছে। পুজোর সময় সেখানে মানুষজনের আনাগোনাও দেখা যায়। সে কারণেই ওই জায়গা বেছে নিয়েছিলেন তিনি।
অষ্টমীর সন্ধ্যায় যখন মানুষের ভিড় ক্রমশ বাড়ছে শহর কলকাতায়, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা। সন্ধ্যা ৭ টা ২০ মিনিট নাগাদ এই পপকর্ন বিক্রেতা বিদ্যুৎবাহিত তার সংযোগ করতে গিয়েছিলেন। তাঁর অস্থায়ী গুমটিতে আলোর ব্যবস্থা করতে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা আচমকাই দেখেন তারে হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন ওই ব্যক্তি। তাঁকে সঙ্গে সঙ্গে বাঁশ দিয়ে ধাক্কা মারলে তিনি পড়ে যান পাশের একটি খাবারের দোকানে গ্যাসের ওভেনের ওপর। সেই গ্যাস আবার উল্টে পড়ে একটি বাইকের ওপর।
এরপর মানুষজন ওই ব্যক্তিকে উদ্ধার করে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মঙ্গলবার তাঁর দেহে ময়নাতদন্ত হবে। ওই ব্যক্তি নিউ টাউন থানার গৌরাঙ্গনগরের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ।