Primary TET Protest: ‘কামড়ে দিচ্ছে… গলা টিপে মারছে’, অভিষেকের অফিসের সামনে থেকে টেনে তোলা হল আন্দোলনকারীদের

Primary TET Protest: বুধবার দুপুরে বিভিন্ন দিক থেকে বহু চাকরি প্রার্থী পৌঁছে যায় এক্সাইড মোড়ে। সেখানে ধরপাকড়ের পরও একদল আন্দোলনকারী পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অফিসের সামনে।

| Edited By: | Updated on: Nov 09, 2022 | 4:14 PM
ধর্মতলা চত্বরে ব্যাপক পুলিশ বাহিনী নামানো হয় আন্দোলনকারীদের রুখতে। বেশ কয়েকজনকে আটক করে নিয়েও যাওয়া হয়। তবে তাতেই সব শেষ হয়ে যায়নি, ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে পৌঁছে যান অনেকেই।

ধর্মতলা চত্বরে ব্যাপক পুলিশ বাহিনী নামানো হয় আন্দোলনকারীদের রুখতে। বেশ কয়েকজনকে আটক করে নিয়েও যাওয়া হয়। তবে তাতেই সব শেষ হয়ে যায়নি, ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে পৌঁছে যান অনেকেই।

1 / 7
অভিষেকের অফিসের সামনেও সেখানেও শুরু হয় ধরপাকড়। চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় চাকরি প্রার্থীদের। তাঁর জানান, অভিষেকের সঙ্গে এদিন দেখা করতে এসেছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রতিশ্রুতি সত্ত্বেও কেন তাঁদের নিয়োগ করা হচ্ছে না, সেই প্রশ্নেরই উত্তর চান তিনি।

অভিষেকের অফিসের সামনেও সেখানেও শুরু হয় ধরপাকড়। চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় চাকরি প্রার্থীদের। তাঁর জানান, অভিষেকের সঙ্গে এদিন দেখা করতে এসেছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রতিশ্রুতি সত্ত্বেও কেন তাঁদের নিয়োগ করা হচ্ছে না, সেই প্রশ্নেরই উত্তর চান তিনি।

2 / 7
এদিন আন্দোলনকারীরা অভিযোগ করেন, পুলিশ তাঁদের মারধর করেছে। পুলিশের হাত থেকে পালাতে রীতিমতো রাস্তায় ছুটতে থাকেন কয়েকশ আন্দোলনকারী। তাঁদের দাবি, হয় নিয়োগ, নাহয় মৃত্যু।

এদিন আন্দোলনকারীরা অভিযোগ করেন, পুলিশ তাঁদের মারধর করেছে। পুলিশের হাত থেকে পালাতে রীতিমতো রাস্তায় ছুটতে থাকেন কয়েকশ আন্দোলনকারী। তাঁদের দাবি, হয় নিয়োগ, নাহয় মৃত্যু।

3 / 7
বিক্ষোভের জেরে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এক্সাইডের মতো ব্যস্ত জায়গা দ্রুত ফাঁকা করতে তৎপর হয় পুলিশ, কিন্তু পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে।

বিক্ষোভের জেরে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এক্সাইডের মতো ব্যস্ত জায়গা দ্রুত ফাঁকা করতে তৎপর হয় পুলিশ, কিন্তু পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে।

4 / 7
আন্দোলনকারীদের মধ্যে একজন বলেন, আমাদের গলা টিপে মেরে ফেলছে। আমরা কী করেছি? আমরা কী চোর? আর এক আন্দোলনকারী প্রিজন ভ্যান থেকে হাত বাড়িয়ে ক্ষত দেখিয়ে বলেন, 'পুলিশ পশুর মতো ব্যবহার করছে, কামড়ে রক্ত বের করে দিয়েছে।'

আন্দোলনকারীদের মধ্যে একজন বলেন, আমাদের গলা টিপে মেরে ফেলছে। আমরা কী করেছি? আমরা কী চোর? আর এক আন্দোলনকারী প্রিজন ভ্যান থেকে হাত বাড়িয়ে ক্ষত দেখিয়ে বলেন, 'পুলিশ পশুর মতো ব্যবহার করছে, কামড়ে রক্ত বের করে দিয়েছে।'

5 / 7
আন্দোলনকারীদের অভিযোগ, অনেকে অসুস্থ হয়ে পড়লেও অ্যাম্বুল্যান্সের কোনও ব্যবস্থা করা হয়নি। এমনকী বেশ কিছুক্ষণ অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকা সত্ত্বেও পুলিশ অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেনি বলে অভিযোগ। তবে, পুলিশের দাবি, অ্যাম্বুল্যান্স রয়েছে, কয়েকজনকে তাতে তোলাও হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, অনেকে অসুস্থ হয়ে পড়লেও অ্যাম্বুল্যান্সের কোনও ব্যবস্থা করা হয়নি। এমনকী বেশ কিছুক্ষণ অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকা সত্ত্বেও পুলিশ অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেনি বলে অভিযোগ। তবে, পুলিশের দাবি, অ্যাম্বুল্যান্স রয়েছে, কয়েকজনকে তাতে তোলাও হয়েছে।

6 / 7
প্রিজন ভ্যানে তুলতে গেলে প্রার্থীরা বাধা দেন। ২০১৪-র চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা চাকরির জন্য প্রাণপাত করতেও রাজি। এদিন মেট্রোয় চেপে পুলিশের চোখে ফাঁকি দিয়ে জমায়েত করার চেষ্টা করেছিলেন তাঁরা।

প্রিজন ভ্যানে তুলতে গেলে প্রার্থীরা বাধা দেন। ২০১৪-র চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা চাকরির জন্য প্রাণপাত করতেও রাজি। এদিন মেট্রোয় চেপে পুলিশের চোখে ফাঁকি দিয়ে জমায়েত করার চেষ্টা করেছিলেন তাঁরা।

7 / 7
Follow Us: