Recruitment Scam: নবম-দশমের নিয়োগ দুর্নীতির মামলায় চার্জশিটে নাম ৩ বরখাস্ত শিক্ষকেরও, নয়া তথ্য

Recruitment Scam: আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের দাবি, চাকরি বিক্রির মিডলম্যান হিসেবে কাজ করতেন। অভিযোগ, পার্থ-ঘনিষ্ঠ প্রসন্নকুমার রায় ওরফে রাকেশ বা প্রদীপ সিং ওরফে ছোটুর মতোই ছিল ভূমিকা।

Recruitment Scam: নবম-দশমের নিয়োগ দুর্নীতির মামলায় চার্জশিটে নাম ৩ বরখাস্ত শিক্ষকেরও, নয়া তথ্য
নিয়োগ দুর্নীতিতে উত্তাল রাজ্য
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2022 | 10:06 AM

কলকাতা: আলিপুর আদালতে নবম-দশমের নিয়োগ দুর্নীতির মামলার চার্জশিট জমা দিয়েছে সিবিআই। চার্জশিটে রয়েছে জোড়া চমক। এক, চার্জশিটে নামই নেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। দুই, চার্জশিটে নাম তিন বরখাস্ত শিক্ষকের। শিক্ষাকর্তা থেকে সরকারি অফিসার, তাঁদের সঙ্গেই এক বন্ধনীতে নাম রাখা হয়েছে জুঁই দাস, আজাদ আলি মির্জা, ইমাম মোমিনের। হাইকোর্টের নির্দেশে ২০ জন শিক্ষককে বরখাস্ত করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তার মধ্যে নাম ছিল জুঁইদেরও। এ বার নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে চার্জশিটেও নাম রাখল সিবিআই। কীসের ষড়যন্ত্র? আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের দাবি, চাকরি বিক্রির মিডলম্যান হিসেবে কাজ করতেন। অভিযোগ, পার্থ-ঘনিষ্ঠ প্রসন্নকুমার রায় ওরফে রাকেশ বা প্রদীপ সিং ওরফে ছোটুর মতোই ছিল ভূমিকা।

হাইস্কুলের ২০ জন বরখাস্ত শিক্ষকদের তালিকা আগেই প্রকাশ্যে এসেছে। হাওড়া শ্যামপুরের গুজারপুর শিবগঞ্জ বিশালাক্ষী স্কুলে পড়াতেন জুঁই। মাসকয়েক আগেই বরখাস্তের চিঠি হাতে পান। মালদার খরবা হরিনারায়ণ হাইস্কুলে পড়াতেন আজাদ আলি মির্জা। তিনিও বরখাস্ত। চার্জশিটে নাম ওঠার পরও বরখাস্ত শিক্ষকের নাম প্রকাশ্যে এসেছে। তবে কারও খোঁজ মেলেনি।

প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর দলে এবার আরও ২০ জন।  তাঁরা হলেন.

ইমাম মোমিন, ইংরেজির শিক্ষক রামচন্দ্রপুর হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর

মহম্মদ গোলাম রব্বানি, ইংরেজি বলদিয়া বাশা হাই স্কুল, উত্তর দিনাজপুর

জুঁই দাস, বাংলা গুরজপুর শিবগঞ্জ বিশ্বলক্ষ্মী হাই স্কুল, হাওড়া

মহম্মদ আজাদ আলি মির্জা, বাংলা খাবরা এইচ এন আগ্রিল হাই স্কুল, মালদহ

ইলোরা হক, বাংলা

শেখ ইনসান আলি, ইতিহাস বাণী নিকেতন আরএম বিদ্যালয়, পূর্ব বর্ধমান

মঞ্জুরুল সরকার, অঙ্ক পঞ্চগ্রাম আইএসএ হাই স্কুল, মুর্শিদাবাদ

মহম্মদ আমির হোসেন, অঙ্ক নাজিরপুর এসেরপাড়া হাই স্কুল, মুর্শিদাবাদ

মহম্মদ শরিয়াতুল্লা, অঙ্ক ধর্মদঙ্গ হাই স্কুল, মুর্শিদাবাদ

রমজান আলি, অঙ্ক লস্করপুর হাই স্কুল, মুর্শিদাবাদ

মহম্মদ জসিমুদ্দিন শেখ, অঙ্ক কাজিপাড়া হরিদাস বিদ্যাভবন, মুর্শিদাবাদ

মেহরুল হক, অঙ্ক দিঘরি হাই স্কুল, মুর্শিদাবাদ

নিমানি বর্মন, অঙ্ক সাহাপুর সান্তাল হাই স্কুল, মুর্শিদাবাদ

নাজিরা খাতুন, ভূগোল কামারতোড় হাই স্কুল, উত্তর দিনাজপুর

গুরুপদ ঘড়াই, জীবনবিজ্ঞান কুতুবপুর নব আদর্শ হাই স্কুল, মুর্শিদাবাদ

অভিজিত্‍ রায়, ভৌতবিজ্ঞান

দিব্যেন্দু সমাজদার, ভৌতবিজ্ঞান হোসেইনাবাদ হাই স্কুল, মুর্শিদাবাদ

অরুণ কুমার সিনহা, ভৌতবিজ্ঞান

মহম্মদ তাজিউদ্দিন আহমেদ শফিল ইমাম, ভৌতবিজ্ঞান

সিদ্দিক গাজি, অঙ্ক সালুয়াডাঙা হাই স্কুল, মুর্শিদাবাদ

তবে ২০ বা ১৮৩ নয়, সিবিআই-এর হিসেব, সংখ্যাটা আরও বেশি। অর্থাত্‍, সিবিআই রিপোর্ট জমা দিলে এমন শিক্ষকদের তালিকাটা আরও লম্বা হবে। তেমনই মনে করছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবারই আবার নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় রায় শোনাবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।