Biman Banerjee: ‘বিধানসভার আইন ভঙ্গ করা হয়েছে’, CBI সদর দফতরে চিঠি লিখলেন স্পিকার

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 19, 2023 | 1:02 AM

Biman Banerjee: সোমবার ভোরে গ্রেফতার করা হয়েছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। সেই গ্রেফতারির কথা বিধানসভায় জানানো হয়নি বলেই অভিযোগ।

Biman Banerjee: বিধানসভার আইন ভঙ্গ করা হয়েছে, CBI সদর দফতরে চিঠি লিখলেন স্পিকার
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Follow Us

কলকাতা : বিধায়কের গ্রেফতারির কথা কেন ২৪ ঘণ্টার মধ্যে জানানো হল না? এই প্রশ্ন তুলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়। এই ইস্যুতে সিবিআই-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। মঙ্গলবার তিনি এই অভিযোগ তুলে চিঠি পাঠিয়েছেন দিল্লিত সিবিআই-এর সদর দফতরে। সোমবার ভোরে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার হন। আর মঙ্গলবার বিকেলে সেই গ্রেফতারির কথা জানাতে বিধানসভায় যান এক সিবিআই আধিকারিক। 

এদিন স্পিকার বলেন, ‘জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হলেও সঠিক সময় জানানো হয়নি। এতে আমি অবাক এবং হতভম্ব। আমি বিধানসভার স্পিকার হিসেবে সিবিআই-এর সদর দফতরে চিঠি পাঠাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘বিধানসভার যে আইন রয়েছে, তাকে ভঙ্গ করা হয়েছে। আদালত থেকে মাত্র ১৫ মিনিট দূরত্বে বিধানসভা। অথচ কাল ভোর রাতে গ্রেফতার করা হলেও আজ দুপুর ৩ টে ১০ মিনিটে জানিয়েছে সিবিআই।’

মঙ্গলবার দুপুর ৩ টে ৫ মিনিটে এক সিবিআই আধিকারিককে প্রবেশ করতে দেখা যায় বিধানসভা ভবনে। যে বিভাগে চিঠি গ্রহণ করা হয়, সেখানেই প্রথমে গিয়েছিলেন তিনি। সূত্রের খবর, সেখান থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর স্পিকারের ঘরে যান ওই আধিকারিক। স্পিকারের দফতরে গ্রহণ করা হয় সিবিআই-এর চিঠি।

মঙ্গলবার সকালেই বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিধায়ককে গ্রেফতার করলে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হয়। বিধানসভা না জানিয়ে যাকে-তাকে যেখানে খুশি গ্রেফতার করা যায় না। দুমদাম বিধায়কের বাড়িতে চলে যাওয়া বাঞ্ছনীয় নয়।’

Next Article