Sukanta Majumdar: ‘প্রধানমন্ত্রী বলেছেন খাব না, খেতে দেব না’, রুজিরাকে সিবিআই ডাকতেই এ কোন ইঙ্গিত সুকান্তর?

Sukanta Majumdar: বৃহস্পতিবার ছেলে কোলে নিয়ে ইডি দফতরে যেতে দেখা যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। যা নিয়েই এদিন দিনভর বাংলার রাজনৈতিক মহলে চলে জোরদার চর্চা।

Sukanta Majumdar: ‘প্রধানমন্ত্রী বলেছেন খাব না, খেতে দেব না’, রুজিরাকে সিবিআই ডাকতেই এ কোন ইঙ্গিত সুকান্তর?
ছবি - আক্রমণে সুকান্ত
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2022 | 7:58 PM

কলকাতা: এর আগে দিল্লিতে ডাকা হলেও যাননি। সাফ জানিয়ে দিয়েছিলেন বাড়িতে বাচ্চাদের রেখে তাঁর পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত কয়লা পাচার কাণ্ডে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠায় ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate)। বুধবার এসেছিল নোটিশ। খোদ কলকাতায় (Kolkata) উড়ে আসেন ইডি-র তদন্তকারী আধিকারিকরা। তারপরই বৃহস্পতিবার ছেলে কোলে নিয়ে ইডি দফতরে যেতে দেখা যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এবার তা নিয়েই কটাক্ষবান শানাতে দেখা গেল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে।   

এ প্রসঙ্গে চাঁচাছোলা আক্রমণ শানিয়ে সুকান্ত বলেন, “বারবার ডাকবে! তার কারণ হচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে ওনার একাউন্টে লালার টাকা ঢুকেছে। তার কাগজপত্র আমরা মিডিয়াতে ও সোশ্যাল মিডিয়াতে দেখেছি। স্বাভাবিকভাবেই তাঁকে ED ডাকবে। ED তো আমাদের ডাকবে না। আমাদের এতো পয়সা নেই। কোটি কোটি টাকা যাঁদের আছে তাঁরা সেই পয়সার মালিক কীভাবে হলেন সেই প্রশ্নের উত্তর তো দিতে হবে। কোথা থেকে ঢুকল সেই টাকা, কেন ঢুকল তার উত্তর তো দেশের জনগণকে দিতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন খাব না, খেতে দেব না।শের জনগণের টাকা চুরি করলে তাকে ED ,CBI সামনে পড়তে হবে।”

এদিকে রুজিরাকে ইডি-র জিজ্ঞাসাবাদ নিয়ে এদিন দিনভর বিস্তর চাপান-উতর চলে বাংলার রাজনৈতিক মহলে। তবে এর জন্য বরাবরের মতো কেন্দ্রকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,”বাচ্চা কোলে নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে রুজিরাকে। পরিকল্পিত ভাবে এ সব করছে। সিবিআই নির্লজ্জ।’ তাঁর মতে, এ ভাবে আদতে তৃণমূলের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে”। এখানেই না থেমে কুণাল আরও বলেন, “জনগণের রায়ে সরকার গড়তে পারেনি। আর এখন গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতা দখল করতে চাইছে”।