College Union Election: কবে মিলবে নবান্নের সবুজ সংকেত? ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

College Union Election: নবান্নের সবুজ সঙ্কেত পেলেই হবে ছাত্র সংসদ নির্বাচন। রাজ্য ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে রয়েছে। আলোচনা চলছে। এদিন বিকাশ ভবনে বৈঠকে শেষে এ কথা জানালেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

College Union Election: কবে মিলবে নবান্নের সবুজ সংকেত? ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর
ছবি - ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2022 | 9:01 PM

কলকাতা: প্রায় ৫ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ছাত্র সংসদ নির্বাচন। ২০১৭ সালে শুরুতে শেষবার রাজ্যজুড়ে হয়েছিল ছাত্র সংসদ নির্বাচন। যদিও তারপর ছাত্র ইউনিয়ন তুলে দিয়ে কাউন্সিল নিয়ে এসেছে তৃণমূল সরকার। যা নিয়ে তীব্র বিতর্কও দানা বাঁধে শিক্ষামহলের অন্দরে। এমনকী কাউন্সিলের বদলে ইউনিয়ন ফেরানোর দাবি পথে নামে প্রেসিডেন্সি, যাদবপুরের (Jadavpur University) মতো রাজ্যের প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। ২০১৯-২০২০ ভোট হয় এই দুই বিশ্ববিদ্যালয় ছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও ডায়মন্ডহার মহিলা বিশ্ববিদ্যালয়ে। তবে রাজ্যের অন্যান্য কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ২০১৭ সালের পর আর ভোটের দামামা বাজেনি। তবে চলতি বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল এ বছরেই ফের ছাত্র সংসদ নির্বাচন (Student union Election) হতে পারে গোটা রাজ্যজুড়েই। এবার তা নিয়েই মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। 

প্রসঙ্গত, আসন্ন শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি (Online Admission) প্রক্রিয়া চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও। তা নিয়ে আলোচনা করতেই বৃহস্পতিবার উপচার্যদের সঙ্গে বৈঠকে বসেন ব্রাত্য বসু। বৈঠক শেষেই সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মুখে খোলেন শিক্ষামন্ত্রী। সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর ‘গ্রিন সিগন্যাল’ মিললেই বেজে যাবে নির্বাচনী দামামা। এ প্রসঙ্গে এদিন তিনি বলেন, “আমরা চাই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক। আমরা নির্বাচনের পক্ষে। আমরা ইতিমধ্য়েই অধ্যাপক সমিতির সঙ্গে এ প্রসঙ্গে কথাবার্তা বলেছি। তবে মাননীয়া মুখ্যমন্ত্রী যতক্ষণ না অনুমতি দিচ্ছেন ততক্ষণ আমরা এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব না।”

প্রসঙ্গত, প্রায় দেড় বছরের বেশি সময় ধরে করোনা সঙ্কটের জেরে অনলাইনে চলেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পঠনপাঠন। সেখানে ছাত্র সংসদের ভোটের সম্ভবনা ছিল একদমই ক্ষীণ। তবে বর্তমানে করোনা গ্রাস আলগা হতেই ফের ভোট নিয়ে ছাত্র মহলে শুরু হয়েছে জোর চর্চা। তবে শিক্ষামন্ত্রী এদিন ভোট নিয়ে মন্তব্য করতে গিয়ে ব্রাত্য বসু সতর্কবাণী শুনিয়ে বলেন, “মনে রাখতে হবে এখনও করোনা শেষ হয়নি”। তবে কী ভোটের এখনও ঢেড় দেরি? এই প্রশ্নের উত্তর খুঁজতে খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের দিকে তাকিয়ে গোটা শিক্ষামহল।