Suvendu Adhikari: চর্চায় নয়া মুখ্যসচিবের নাম, শুভেন্দু বললেন, ‘এত বড় কোরাপ্ট অফিসার’

Suvendu Adhikari: বিরোধী দলনেতা বললেন, "স্বরাষ্ট্রসচিবকে মুখ্যসচিব করা হচ্ছে। এই স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আমি কিছুদিন পরিবহণ দফতরে কাজ করেছি। এত বড় কোরাপ্ট অফিসার আপনি খুঁজে পাবেন না।" কেন এমন বলছেন বিরোধী দলনেতা?

Suvendu Adhikari: চর্চায় নয়া মুখ্যসচিবের নাম, শুভেন্দু বললেন, 'এত বড় কোরাপ্ট অফিসার'
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2023 | 4:43 PM

কলকাতা: মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পরবর্তী সময়ে বাংলার নতুন মুখ্যসচিব হতে চলেছেন বি পি গোপালিকা। সূত্রের খবর, ক্যাবিনেট বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বি পি গোপালিকা বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। অতীতে পরিবহণ দফতরেও দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন অতীতে রাজ্যের পরিবহণ মন্ত্রী ছিলেন, সেই সময়েও পরিবহণ দফতরে কাজ করেছেন গোপালিকা। বি পি গোপালিকা মুখ্যসচিব হতে চলেছেন, সেকথা প্রকাশ্যে আসতেই কারও নাম না করে গুরুতর অভিযোগ তুললেন শুভেন্দু।

বিরোধী দলনেতা বললেন, “স্বরাষ্ট্রসচিবকে মুখ্যসচিব করা হচ্ছে। এই স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আমি কিছুদিন পরিবহণ দফতরে কাজ করেছি। এত বড় কোরাপ্ট অফিসার আপনি খুঁজে পাবেন না। তাঁর পরিবারের লোক স্টেট হাইওয়ে কর্পোরেশনে স্পেশাল, এক্সট্রা অর্ডিনারি, বেআইনিভাবে সুবিধা ভোগ করে যাচ্ছে। আমি সঠিক সময়ে তথ্য দিয়ে দেব। তিনি সম্পূর্ণ কোরাপ্ট আইএএস অফিসার।”

উল্লেখ্য, নয়া মুখ্যসচিবের নাম ঘিরে জোর চর্চা চলছে বিগত কয়েকদিন ধরে। বি পি গোপালিকা, যিনি বর্তমানে স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন, তাঁর নাম নিয়েই জোর গুঞ্জন চলছিল প্রশাসনিক মহলে। শেষে এদিন ক্য়াবিনেট বৈঠকের পর সূত্র মারফত জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিত দিয়েছেন গোপালিকাকে মুখ্যসচিব করার পক্ষে।

বর্তমানে রাজ্যের মুখ্যসচিব হিসেবে রয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আগামী ৩১ ডিসেম্বর তাঁর ছয় মাসের এক্সটেনশনের মেয়াদ শেষ হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে, এরপর নয়া মুখ্যসচিব হিসেবে দায়িত্বে আসতে চলেছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা।