Suvendu Adhikari: SIR শুরু হতেই একাধিক অভিযোগ নিয়ে CEO দফতরে শুভেন্দু

Suvendu Adhikari in CEO: CEO দফতরের বাইরে দাঁড়িয়েই শুভেন্দু বলেন, 'মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে ওরা। যে সাংবিধানিক বডিকে ভয় দেখাচ্ছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা আম্বেদকরের মূর্তির তলা থেকে মিছিল করবে! এই মিছিল ভারতীয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়।'

Suvendu Adhikari: SIR শুরু হতেই একাধিক অভিযোগ নিয়ে CEO দফতরে শুভেন্দু
সিইও দফতরে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 04, 2025 | 1:49 PM

কলকাতা: একাধিক অভিযোগ নিয়ে CEO দফতরে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার একাধিক জায়গায় বিএলও-দের যেভাবে হেনস্থার মুখে পড়তে হয়েছে, যেভাবে সমস্যা হচ্ছে, সেগুলির প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানাবেন তিনি। একই সঙ্গে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় SIR-এর বিরোধিতায় যে মিছিল বার করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। এই বিষয়ে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ করবেন তিনি।

CEO দফতরের বাইরে দাঁড়িয়েই শুভেন্দু বলেন, ‘মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে ওরা। যে সাংবিধানিক বডিকে ভয় দেখাচ্ছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা আম্বেদকরের মূর্তির তলা থেকে মিছিল করবে! এই মিছিল ভারতীয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়।’ তাঁর অভিযোগ, ‘যত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গাড়ি করে আসছে এই মিছিলে।’

উল্লেখ্য, মঙ্গলবার এসআইআর বিরোধিতায়, ও কমিশনের ওপর চাপ বাড়াতে মিছিল বার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে হাঁটবেন অভিষেকও। রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে থেকে বার হবে মিছিল, রানি রাসমনি, কেসি দাস মোড়, সেন্ট্রাল অ্যাভিনিউ  হয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, সংবিধান প্রণেতা ও রবীন্দ্রনাথকে জুড়তে চায় তৃণমূল।

কিন্তু এই মিছিলের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু। শুভেন্দু এও বলেছেন, “এসআইআর হবেই। কোনওভাবেই তা আটকানো সম্ভব নয়। আর তাতে এক কোটিরও বেশি নাম বাদ যাবে।” সোমবারই মথুরাপুরের একটি সভা থেকে শুভেন্দু দাবি করেছেন, ২০০২-র সঙ্গে ২০২৫ এ নাম লিঙ্ক রয়েছে ৩ কোটি ৮০ লক্ষ! ভোটার ৭ কোটি ৩৩ লক্ষ। ১৩ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে। মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়েছে এসআইআর। তার আগেই বিএলও-রা হেনস্থার শিকার হচ্ছেন বলে CEO-র কাছে অভিযোগ জানাচ্ছেন।