AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: আবার দেখতে খতিয়ে দেখতে হবে মৃতদের নথি,নির্দেশ কমিশনের

Kolkata: এদিকে, আগামিকাল অর্থাৎ বুধবার রাজ্যে আসছেন পাঁচ পর্যবেক্ষর। আগামিকাল CEO দফতরে তাঁদের সঙ্গে বৈঠক করবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। রজ্যে পা দিয়েই SIR নির্ভুল করার জন্য এই বৈঠক। উল্লেখ্য, এদিন তপসিয়ায় গিয়ে ক্ষুব্ধ হন পর্যবেক্ষক।

Election Commission: আবার দেখতে খতিয়ে দেখতে হবে মৃতদের নথি,নির্দেশ কমিশনের
নির্বাচন কমিশন Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 09, 2025 | 9:36 PM
Share

কলকাতা: মৃত তালিকা নিয়ে সতর্ক করল কমিশন। ভিসিতে বিশেষ নির্দেশ দিলেন জ্ঞানেশ কুমার। আবারও বুথ ভিত্তিক মৃতদের তালিকা পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এদিনের বৈঠকে এমনই সিদ্ধান্তের কথা প্রত্যেক রাজ্যের সিইওদের জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

জানা গিয়েছে, প্রত্যেক বিএলও-কে আবারও মৃতদের নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ওই বৈঠকে। এই মর্মে এদিন সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক রাত ৯ টায় সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন। কমিশন সূত্রে খবর,আধার থেকে প্রাপ্ত নথি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সেই নথির সঙ্গে তালিকা মিলিয়ে দেখতে হবে বিএলও-দের। কমিশন জানাচ্ছে বুথ ভিত্তিক হওয়ায় এই তালিকা মেলানো অসম্ভব নয়। আজ রাতেই পাঠানো হচ্ছে এই তালিকা।

এদিকে, আগামিকাল অর্থাৎ বুধবার রাজ্যে আসছেন পাঁচ পর্যবেক্ষর। আগামিকাল CEO দফতরে তাঁদের সঙ্গে বৈঠক করবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। রজ্যে পা দিয়েই SIR নির্ভুল করার জন্য এই বৈঠক। উল্লেখ্য, এদিন তপসিয়ায় গিয়ে ক্ষুব্ধ হন পর্যবেক্ষক। জানা যাচ্ছে, একটি বুথের ৭২০ জনের মধ্যে ১০৫ জনের ফর্ম এখনও বিলিই করতে পারেননি বিএলও। তপসিয়া, তিলজলা এলাকায় গিয়ে তথ্য তালাস করলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। বিএলও-র কাজে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ভোটারদের সামনেই দাঁড়িয়ে রীতিমতো ধমক দিলেন। তিনি প্রশ্ন করেন, ১০৫ জন কোথায়? এখনও কেন কমিশনের পোর্টালে কিছু আপলোড হয়নি? পুরো বিষয়টি খতিয়ে দেখেন। এই আবহের মধ্যেই এবার এই নির্দেশ কমিশনের।