Mamata And Abhishek: মঙ্গলে একসঙ্গে পথে নামছেন মমতা-অভিষেক

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 03, 2025 | 11:07 PM

ঠিক সেই দিনই পথে নামছে তণমূল। বাংলায় SIR হবে এই ঘোষণা হতেই রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। তারপর রাজ্যের বিভিন্ন জেলা থেকে একের পর এক আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই নিয়ে কম জল্পনা তৈরি হয়নি। এবার এরই প্রতিবাদে পথে নামছেন মমতা অভিষেক।

SIR-ইস্যুতে পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ তাঁদের এই মিছিল শুরু হবে। জানা যাচ্ছে, বিআর আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়া সাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মেগা র‌্যালি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। আগামী ৪ নভেম্বর থেকে SIR প্রক্রিয়া শুরু হবে বাংলায়। ঠিক সেই দিনই পথে নামছে তণমূল। বাংলায় SIR হবে এই ঘোষণা হতেই রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। তারপর রাজ্যের বিভিন্ন জেলা থেকে একের পর এক আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই নিয়ে কম জল্পনা তৈরি হয়নি। এবার এরই প্রতিবাদে পথে নামছেন মমতা অভিষেক।

Published on: Nov 03, 2025 11:06 PM