TMC Organizational Reshuffle: জেলা তৃণমূলে সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল, দেখে নিন নতুন পদাধিকারীদের নাম

TMC : বদল করা হয়েছে একাধিক মুখ। তমলুক সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে তুষার মণ্ডলকে সরিয়ে নিয়ে আসা হয়েছে সৌমেন মহাপাত্রকে। বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন শ্যামল সাঁতরা। সেই জায়গায় নয়া চেয়ারম্যান হলেন মানিক মিত্র।

TMC Organizational Reshuffle: জেলা তৃণমূলে সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল, দেখে নিন নতুন পদাধিকারীদের নাম
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2022 | 11:49 PM

কলকাতা : রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল করা হয়েছে। ঢেলে সাজানো হয়েছে জেলার বিভিন্ন পদ। তুলে ধরা হয়েছে একাধিক মহিলা মুখ। একাধিক সাংগঠনিক জেলায় দলের জেলার সভাপতি পদে মহিলা মুখকে সামনে নিয়ে আসা হয়েছে। দার্জিলিং পাহাড়ের সভাপতি করা হয়েছে রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীকে। আর দার্জিলিং সমতলে সভাপতির দায়িত্বে ছিলেন পাপিয়া ঘোষ। তাঁকেই রেখে দেওয়া হয়েছে।

কোন সাংগঠনিক জেলায় কী বদল?

বদল করা হয়েছে একাধিক মুখ। তমলুক সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে তুষার মণ্ডলকে সরিয়ে নিয়ে আসা হয়েছে সৌমেন মহাপাত্রকে। বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন শ্যামল সাঁতরা। সেই জায়গায় নয়া চেয়ারম্যান হলেন মানিক মিত্র। নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি পদে ছিলেন রত্না ঘোষ কর। সেই জায়গায় নতুন সভাপতি হলেন দেবাশিস গঙ্গোপাধ্যায়। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলেরর সভাপতি পদেও বদল আনা হয়েছে। এতদিন ছিলেন উজ্জ্বল বসাক। সেই জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন মৃণাল সরকার। বদল এসেছে উত্তর দিনাজপুরের সংগঠনেও। উত্তর দিনাজপুরে তৃণমূলের জেলা চেয়ারম্যান ছিলেন সত্যজিৎ বর্মণ। তাঁর বদলে এসেছেন শচিন সিংহ রায়। বারাসত সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বে এতদিন ছিলেন অশনি মুখোপাধ্যায়। সেই জায়গায় দায়িত্ব পেয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন শঙ্কর দত্ত। তাঁকে বদলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শ্যামল রায়কে। বদল করা হয়েছে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি পদেও। গোপাল শেঠের বদলে সেই জায়গায় দায়িত্বে আনা হয়েছে বিশ্বজিৎ দাসকে। পশ্চিম বর্ধমান জেলার সভাপতি পদে ছিলেন বিধান উপাধ্যায়। তবে দলের তরফে এখনও সেই জায়গায় কারও নাম স্থির করা হয়নি।

TMC Reshuffle

দেখে নিন তৃণমূলের জেলাস্তরের নতুন তালিকা

পশ্চিম মেদিনীপুরে আনা হল কোঅর্ডিনেটর

পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের দুটি সাংগঠনিক জেলা রয়েছে। একটি মেদিনীপুর এবং অন্যটি ঘাটাল। দুটি সাংগঠনিক জেলার পৃথক পৃথকভাবে সভাপতি এবং চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। তবে এর পাশাপাশি সামগ্রিকভাবে এই দুই সাংগঠনিক জেলার কোঅর্ডিনেটর হিসেবে নিয়ে আসা হয়েছে অজিত মাইতিকে।

একনজরে তৃণমূলের জেলা সংগঠনে পদাধিকারীরা

আলিপুরদুয়ার – চেয়ারম্যান মৃদুল গোস্বামী,  সভপতি প্রকাশ চিক বরাইক

কোচবিহার – চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মণ, সভাপতি অভিজিৎ দে ভৌমিক

জলপাইগুড়ি – চেয়ারম্যান খগেশ্বর রায়, সভাপতি মহুয়া গোপ

দার্জিলিং (পাহাড়) – চেয়ারম্যান এল বি রাই, সভাপতি শান্তা ছেত্রী

দার্জিলিং (সমতল) – চেয়ারম্যান অলোক চক্রবর্তী, সভাপতি পাপিয়া ঘোষ

উত্তর দিনাজপুর – চেয়ারম্যান শচিন সিংহ রায়, সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল

দক্ষিণ দিনাজপুর – চেয়ারম্যান নিখিল সিংহ রায়, সভাপতি মৃণাল সরকার

মালদা – চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, সভাপতি আবদুর রহিম বক্সি

জঙ্গিপুর – চেয়ারম্যান কানাই চন্দ্র মণ্ডল, সভাপতি খলিলুর রহমান

বহরমপুর-মুর্শিদাবাদ – চেয়ারম্যান আবু তাহের খান, সভাপতি শাওনি সিংহ রায়

নদিয়া উত্তর – চেয়ারম্যান নসিরুদ্দিন আহমেদ (লাল), সভাপতি কল্লোল খান

নদিয়া দক্ষিণ – চেয়ারম্যান প্রমথ রঞ্জন বসু, সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়

দমদম-ব্যারাকপুর – চেয়ারম্যান নির্মল ঘোষ, সভাপতি এখনও স্থির হয়নি

বারাসত – চেয়ারম্যান তপতী দত্ত, সভাপতি কাকলি ঘোষ দস্তিদার

বসিরহাট – চেয়ারম্যান হাজি নুরুল ইসলাম, সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়

বনগাঁ – চেয়ারম্যান শ্যামল রায়, সভাপতি বিশ্বজিৎ দাস

কলকাতা – চেয়ারম্যান দক্ষিণ মণীশ গুপ্ত, সভাপতি দেবাশিস কুমার

কলকাতা উত্তর – চেয়ারম্যান এখনও স্থির হয়নি, সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়

ডায়মন্ড হারবার-যাদবপুর – চেয়ারম্যান অশোক দেব, সভাপতি শুভাশিস চক্রবর্তী

সুন্দরবন – চেয়ারম্যান নমিতা সাহা, সভাপতি জয়দেব হালদার

হাওড়া গ্রামীণ – চেয়ারম্যান সমীর কুমার পাঁজা, সভাপতি অরুনাভ সেন

হাওড়া শহর – চেয়ারম্যান লগন দেও সিং, সভাপতি কল্যাণেন্দু ঘোষ

হুগলি-শ্রীরামপুর – চেয়ারম্যান অসীমা পাত্র, সভাপতি অরিন্দম গুঁই

আরামবাগ – চেয়ারম্যান জয়দেব জানা, সভাপতি রমেন্দু সিনহা রায়

তমলুক – চেয়ারম্যান পীয়ূষ ভূঁইঞা, সভাপতি সৌমেন কুমার মহাপাত্র

কাঁথি – চেয়ারম্যান অভিজিৎ দাস, সভাপতি তরুণ মাইতি

মেদিনীপুর – চেয়ারম্যান দীনেন রায়, সভাপতি সুজয় হাজরা

ঘাটাল – চেয়ারম্যান অমল পান্ডা, সভাপতি আশিস হুদাইত

ঝাড়গ্রাম – চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু, সভাপতি দুলাল মুর্মি

পুরুলিয়া – চেয়ারম্যান হংসেশ্বর মাহাত, সভাপতি সৌমেন বেলথরিয়া

বাঁকুড়া – চেয়ারম্যান মানিক মিত্র, সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র

বিষ্ণুপুর – চেয়ারম্যান বাসুদের দিগর, সভাপতি অলোক মুখোপাধ্যায়

পূর্ব বর্ধমান – চেয়ারম্যান অশোক বিশ্বাস, সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়

পশ্চিম বর্ধমান – চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, সভাপতি এখনও স্থির হয়নি

বীরভূম – চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, সভাপতি অনুব্রত মণ্ডল