Weather Update: আগামী ৪-৫দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, ভিজবে উত্তরও

Weather Update: আগামী ২৩ ও ২৪ জুন দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না দুই বঙ্গেই।

Weather Update: আগামী ৪-৫দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, ভিজবে উত্তরও
ছবি - ভিজবে উত্তরও
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2022 | 8:49 PM

কলকাতা: গত সপ্তাহেই বাংলায় পাকাপাকি ভাবে পা রেখেছে বর্ষা। তারপর থেকে ক্রমেই বাড়ছে দাপট। এদিকে উত্তরের পাশাপাশি এবার ভারী বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও। আগামী চার-পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলাতেও। প্রসঙ্গত, দিন কয়েক আওগেই উত্তরে পাঁচ জেলায় তুমুল বৃষ্টিপাত দেখা গিয়েছিল। জল বেড়েছিল উত্তরের একাধিক নদীতে। অশঙ্কা তৈরি হয়েছিল ধসের। 

নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাসে সেই সম্ভাবনা ফের উুঁকি দিতে শুরু করেছে। এদিকে এবারে বর্ষার শুরু থেকেই দক্ষিণের থেকে উত্তরেই প্রতি একটু যেন বেশিই ‘পক্ষপাতদুষ্ট’ বর্ষা। একটানা চলছে বৃষ্টির দাপট। তবে এবার ধীরে ধীরে বৃষ্টির মুখ ঘুরতে চলেছে দক্ষিণবঙ্গের দিকেও। তবে হাওয়া অফিস সূত্রে খবর,  আগামী কালকের পরে সামান্য হলেও কমবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ। তারপর আবার বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণ। এক কথায় বলা যায় উত্তরে বৃষ্টি এখন কমার কোন সম্ভাবনা নেই। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৩ ও ২৪ জুন দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না দুই বঙ্গেই। আগামী পাঁচ দিন কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে, পার্শ্ববর্তী জেলাগুলিতেও। তবে বিগত কয়েকদিন কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে সর্বত্রই। গরমে নাকাল হচ্ছে আম-আদমি। তবে রাতের পর ধীরে ধীরে খানিকটা হলেও তাপমাত্রা কমছে।