কলকাতা: শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই কর্মসমিতির বৈঠক কি আদৌ শেষ পর্যন্ত আয়োজন করা হবে? তা নিয়ে এখন বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। কারণ, ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক ঘিরে আপত্তি জানিয়েছে শিক্ষা দফতর। এবারও সেই একই যুক্তি রাজ্য শিক্ষা দফতরের। যেহেতু বর্তমানে যাদবপুরে স্থায়ী উপাচার্য নেই, তাই বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক নিয়ে আপত্তি তুলেছে শিক্ষা দফতর।
প্রসঙ্গত, এর আগেও একবার শিক্ষা দফতরের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক নিয়ে আপত্তি জানানো হয়েছিল। শিক্ষা দফতরের বক্তব্য ছিল, যেহেতু বর্তমান উপাচার্য বুদ্ধদেব সাউ স্থায়ী উপাচার্য নন, তাই তিনি বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মসমিতি বৈঠক ডাকতে পারেন না। কর্মসমিতির বৈঠক ডাকা হলে, তা নিয়মভঙ্গের সামিল হবে বলেও সেই সময় জানিয়েছিল শিক্ষা দফতর। আর এবার ফের সেই একই যুক্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক ডাকা নিয়ে আপত্তি জানিয়ে দিল শিক্ষা দফতর।
আগের কর্মসমিতি বৈঠকটি হওয়ার কথা ছিল নভেম্বরের শুরুর দিকে। সেবার শিক্ষা দফতরের আপত্তি প্রসঙ্গে ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়ে দিয়েছিলেন, যা হবে আইন মেনেই হবে। যদিও শেষ পর্যন্ত কর্মসমিতির বৈঠক আয়োজিত হয়নি। এবার নতুন করে কর্মসমিতির বৈঠকে শিক্ষা দফতরের আপত্তি নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, শুক্রবারের কর্মসমিতির বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাজেট মিটিং এবং আরও একাধিক এজেন্ডা নিয়ে আলোচনার কথা রয়েছে। কিন্তু শিক্ষা দফতরের থেকে এবারও আপত্তি জানানোয় প্রশ্নের মুখে কর্মসমিতির বৈঠক।