Weather: নাছোড় বৃষ্টিতে ভোগান্তি থাকছেই, আরও কতদিন, জানিয়ে দিল হাওয়া অফিস

Rain Update: মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হাওড়া জেলায়।

Weather: নাছোড় বৃষ্টিতে ভোগান্তি থাকছেই, আরও কতদিন, জানিয়ে দিল হাওয়া অফিস
হালকা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2022 | 11:54 AM

কলকাতা: সোমবার নাগাড়ে বৃষ্টি (Weather Update) হয়েছে বিকেলের পর থেকে। এরপর রাতভর চলেছে বৃষ্টির সঙ্গে বিদ্যুতের ঝলকানি। মঙ্গলবার সকাল থেকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতা-সহ একাধিক জেলায়। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ হালকা হলেও ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অক্ষরেখা গিয়েছে। এর প্রভাবেই ভারী বৃষ্টি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। হাওয়া অফিসের সতর্কতা, মঙ্গলবার দিনভর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আকাশ সারাদিনই কালো মেঘে ঢাকা থাকবে।

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হাওড়া জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমেও বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি থাকবে বুধবারও। বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সোমবারই জানিয়েছেন, গভীর নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ হয়েছে। মধ্য প্রদেশের উপর রয়েছে তা। পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই পশ্চিমে সরেছে তা। কিন্তু যেহেতু নিম্নচাপের হাওয়া যেহেতু এ রাজ্যের উপর দিয়েই ঢুকছে, সঙ্গে অক্ষরেখা আছে। তাই ১৩, ১৪ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। মালদহ, দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে এই বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও নামতে পারে। যা স্বাভাবিকের থেকে কম। এই বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তিতে কৃষকরা। এবার বর্ষার শুরুতে অনেকটাই ঘাটতি ছিল বৃষ্টির। প্রায় ৫০ শতাংশ কম ছিল। গত কয়েকদিনের বৃষ্টির ফলে তা কমে ২৬ শতাংশ হয়েছে। এদিনের পর সেই ঘাটতি আরও কিছুটা কমবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে