Artificial Intelligence: হাতিয়ার যখন AI, নতুন প্রতিভাদের সামনে আনতে TV9 নেটওয়ার্ক নিয়ে এল AI² Awards 2026

AI² Awards 2026: ডকুমেন্টারি, মিউজিক ভিডিয়ো, অ্যানিমেশন কিংবা ব্র্যান্ডেড কনটেন্ট—যে ধরণেরই ছবি হোক না কেন, এই উদ্যোগের মূল লক্ষ্যই হল নতুন প্রতিভাকে জনমানসের সামনে তুলে ধরা, নতুন যুগের গল্প বলার স্বকীয়তাকে আরও অন্যমাত্রায় নিয়ে যাওয়া।

Artificial Intelligence: হাতিয়ার যখন AI, নতুন প্রতিভাদের সামনে আনতে TV9 নেটওয়ার্ক নিয়ে এল AI² Awards 2026
প্রতীকী ছবি Image Credit source: TV 9 Network

Dec 09, 2025 | 6:27 PM

কলকাতা: নিত্যনতুন আঙ্গিকে গল্প বলা, স্ক্রিপ্টিং, সাউন্ড ডিজাইন, ভিজুয়াল—সব ক্ষেত্রেই স্টোরিটেলিং এখন এক নতুন যুগে প্রবেশ করছে। ঝড় তুলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। আর তার হাত ধরেই যেন সৃজনশীল সৃষ্টির দুনিয়াটা এক নতুন রূপ পাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট বাড়তেই অনেকেই ভাবছিলেন এই বুঝি কাজের ক্ষেত্রেও কোপ আসন্ন। কিন্তু দিন যত যাচ্ছে ততই দেখা যাচ্ছে এটি শিল্পীর জায়গা দখল করছে না; বরং তাঁর কল্পনাশক্তিকে আরও শক্তিশালী করছে। প্রযুক্তি ও অনুভূতির এই অনবদ্য যুগলবন্দিকে সামনে রেখে TV9 নেটওয়ার্ক ঘোষণা করেছে AI² Awards 2026।  

নতুন ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ

AI² অ্যাওয়ার্ডসে পড়ুয়া থেকে স্বাধীন শিল্পী, নতুন পেশাদার এবং চলচ্চিত্র নির্মাতারা AI-এর সাহায্যে ভিন্নধর্মী ভিজুয়াল গল্প তৈরি করে জমা দিতে পারবেন। ডকুমেন্টারি, মিউজিক ভিডিয়ো, অ্যানিমেশন কিংবা ব্র্যান্ডেড কনটেন্ট—যে ধরণেরই ছবি হোক না কেন, এই উদ্যোগের মূল লক্ষ্যই হল নতুন প্রতিভাকে জনমানসের সামনে তুলে ধরা, নতুন যুগের গল্প বলার স্বকীয়তাকে আরও অন্যমাত্রায় নিয়ে যাওয়া।

এ উদ্যোগের অন্যতম বড় বিশেষত্বই হল AI ব্যবহার করে এখন যে কেউ নিজের গল্প বিশ্বের সামনে তুলে ধরতে পারে। যেমন এক সময় ডিজিটাল এডিটিং চলচ্চিত্র শিল্পের দুনিয়ায় কার্যত বিপ্লব এনেছিল, তেমনই আজ AI বদলে দিচ্ছে গল্পের কল্পনা ক্ষমতা, উপস্থাপনার ধরণ।

রেজিস্ট্রেশন কবে থেকে?

AI² Awards 2026-এর জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৮ ডিসেম্বর ২০২৫, চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। জমা পড়া প্রতিটি চলচ্চিত্র মূল্যায়ন করবেন অভিজ্ঞ চলচ্চিত্রকার, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সৃজনশীল ব্যক্তিত্বদের নিয়ে গঠিত জুরি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জুরি রাউন্ড অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। 

বিজয়ীদের নাম ঘোষণা হবে মার্চে নতুন দিল্লিতে অনুষ্ঠিত WITT–News9 গ্লোবাল সামিট ২০২৬-এ। সেখানে নির্বাচিত চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে বিশ্বের বিভিন্ন মিডিয়া ও ইনোভেশন লিডারদের সামনে। পাশাপাশি AI ও সৃজনশীলতার ভবিষ্যৎ নিয়ে বিশেষ প্যানেল ডিশকাসনও থাকছে।